North 24 Parganas: ডোনেশনের নামে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় আড়িয়াদহর ক্লাব
North 24 Parganas News: আড়িয়াদহের বাসিন্দা দীপঙ্কর মিত্র। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। অভিযোগ, রবিবার দুপুরে তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় স্থানীয় ক্লাবের লোকজন।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আড়িয়াদহে ক্লাবের বিরুদ্ধে ডোনেশনের নামে তোলাবাজির অভিযোগ। স্থানীয় বাসিন্দাকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। দক্ষিণেশ্বর থানায় দায়ের হয়েছে অভিযোগ।
ডোনেশনের নামে তোলাবাজির অভিযোগ: আড়িয়াদহর ক্লাবে ডোনেশনের নামে ২০ হাজার টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ। আড়িয়াদহের বাসিন্দা দীপঙ্কর মিত্র। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। অভিযোগ, রবিবার দুপুরে তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় স্থানীয় ক্লাবের লোকজন। আলমারি থেকে পার্স বের করে লুঠ চালানো হয়। রড, বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।
এখানেই শেষ হয়নি। চাঁদার বিলে চেক নম্বর লিখিয়ে সই করিয়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। একটি ৫ হাজার টাকা ও আরেকটি ১৫ হাজার টাকার চেক লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই ব্য়ক্তি। কাঠগড়ায় আড়িয়াদহ সিংহ বটতলা ক্লাব। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্লাবের তরফে। অভিযোগ, স্বেচ্ছায় টাকা দেওয়ার কথা লিখিয়ে নেওয়া হয় চাঁদার বিলেও। চিকিৎসার জন্য এসএসকেএমে যান আহত ব্যক্তি।
চলতি বছর মার্চ মাসে। মেমারিতে বালির ট্রাক আটকে তোলাবাজির অভিযোগে ২ 'তোলাবাজ' সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বালির ট্রাক আটকে তোলাবাজি করছিলেন ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। শুধু তাই নয়, তোলাবাজির পাশাপাশি হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজকুমার মান্না, আশিকুল রহমান নামে ২ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তোলা চেয়ে হুমকি, না দেওয়ায় টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিকে, হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে গল্ফগ্রিনে মারধরের জেরে যুবকের মৃত্যুর অভিযোগ, কখনও পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ বিভিন্ন সময়, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরনের এক্তিয়ার বর্হিভূত কাজ, দাদাগিরি, জুলুমবাজির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?