North 24 Parganas News: নবাবগঞ্জে কেক কেটে পালন হচ্ছে মেসির জন্মদিন, ব্যাপারটা কী?
Messi Birthday: মেসির জন্মদিন পালন করা হচ্ছে আর্জেন্তিনা থেকে বহু দূরে ইছাপুরের নবাবগঞ্জে। ভাবছেন ব্যাপারটা কী? তাহলে বিস্তারিত জানলে চোখ কপালে উঠবে বৈকি।
![North 24 Parganas News: নবাবগঞ্জে কেক কেটে পালন হচ্ছে মেসির জন্মদিন, ব্যাপারটা কী? North 24 Parganas News: leonel messi's birthday celebration at nawabganj, know in details North 24 Parganas News: নবাবগঞ্জে কেক কেটে পালন হচ্ছে মেসির জন্মদিন, ব্যাপারটা কী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/24/263024b869033d8c20d553e7ccff1041_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আজ জন্মদিন ফুটবল (Football) তারকা লিওনেল মেসির (Leonel Messi)। আজ ৩৫ বছরে পা দিলেন তিনি (Leonel Messi Birthday)। আর তাঁর জন্মদিন পালন করা হচ্ছে আর্জেন্তিনা (Argentina) থেকে বহু দূরে ইছাপুরের (Ichapur) নবাবগঞ্জে (Nawabganj)। ভাবছেন ব্যাপারটা কী? তাহলে বিস্তারিত জানলে চোখ কপালে উঠবে বৈকি।
নবাবগঞ্জে মেসির জন্মদিন পালন-
আজ ইছাপুরের নবাবগঞ্জে আসলে বুঝতে পারবেন না নবাবগঞ্জে আছেন নাকি আর্জেন্তিনাতে। কারণ, আজ যে বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন। আর তাঁর অনুরাগীরা তো আর শুধু আর্জেন্তিনাতেই থাকেন না। তাঁর অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। মেসির জন্মদিনে বিপুল আয়োজন করা হল ইছাপুরের নবাবগঞ্জে। কেক কাটা থেকে শুরু করে পঞ্চব্যাঞ্জন খাবার-দাবার, কোনও কিছুরই বাকি নেই। এলাকার ৮ থেকে ৮০, সকল বয়সের মানুষ মেতে উঠলেন মেসির জন্মদিন উদযাপনে। তবে, এ সমস্তটাই করেছেন মেসির অনুরাগী নবাবগঞ্জের চা বিক্রেতা শিবে পাত্র।
আরও পড়ুন - North 24 Parganas News: পথচলতি মানুষের উপর আক্রমণ করছে শেয়াল, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
জানা গিয়েছে, লিওনেল মেসিকে মারাত্মক ভালোবাসেন নবাবগঞ্জের চা বিক্রেতা শিবে পাত্র। তাই প্রিয় ফুটবল তারকার জন্মদিনে তিনি নিজেই কেক কেটে, পঞ্চব্যাঞ্জন খাবার দিয়ে উদযাপন করেন। প্রতিবছরের মতো এবারও বাদ গেল না নবাবগঞ্জে মেসির জন্মদিন পালন। পেশায় চা বিক্রেতা শিবে পাত্র এদিন মেসির ৩৫তম জন্মদিন উপলক্ষে ৩৫ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করা শুরু করেন। এরপর বাঙালি খাবার ভাত, ডাল, পাঁচরকমের ভাজা, মাংস, চাটনি এবং আর্জেন্তিনার পতাকার রঙে ৩৫টি মিষ্টি খেতে দেওয়া হয় মেসিকে। জানা যায়, মেসির একান্ত অনুরাগী শিবে পাত্র তাঁর বাড়ির রং আর্জেন্তিনার পতাকার রঙে রাঙিয়েছেন। বাড়িতে তাঁর কোনও অনুষ্ঠান হলেও আর্জেন্তিনার রঙে সব কিছু হয়ে থাকে। আজ তাঁর সঙ্গে এলাকার ছোট থেকে বড় সকলে মেতেছেন মেসির জন্মদিন উদযাপনে। নবাবগঞ্জের মেসি অনুরাগীরা চান, এই উন্মাদনা আসন্ন বিশ্ব ফুটবল প্রতিযোগিতা পর্যন্ত রেখে দিতে। বিশ্বকাপ জয় করলে সেদিন আরও বড় উৎসব পালন হবে সেখানে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)