Barasat Fire Incident: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, রাতের অন্ধকার ভেদ করে কুণ্ডলী পাঁকিয়ে উঠছে আগুনের গোলা, ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসাতে !
Barasat Fire Incident: খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ টি দমকল ইঞ্জিনের উপস্থিতিতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন বেড়েই চলেছে, কী দাবি স্থানীয়দের ?

সমীরণ পাল ও সুদীপ্ত আচার্য, উত্তর ২৪ পরগনা: খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। পরে আসে আরও ৫ টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে।
বারাসাতের কদম্বগাছিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে ! কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণে নেমে পড়েছে পুলিশ।
সাংবাদিক: কখন আগুন লাগে ? কী অবস্থা ?
স্থানীয় বাসিন্দা: আগুনটা লেগেছে সন্ধ্যা ৭ টা নাগাদ। এখনও আগুন নেভাতে পারেনি। দমকল ঠিক টাইমে এলে এই আগুন লাগত না।
স্থানীয় সূত্রে খবর, সন্ধে সাতটা নাগাদ প্রথম আগুন লাগে একটি ডায়পার কারখানায়....। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। জনবহুল এলাকায় আগুন লাগার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বলেন, আতঙ্কে আছি, আমরা বাড়ি থেকে চলে গেছি। ভয়ে আমরা চলে এসেছি।' খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু রাস্তা সরু হওয়ায় ঢুকতে পারেনি দমকল। পরে কারখানার গেট ভেঙে ঢোকানো হয় দমকলের গাড়ি।দমকল ডিজি রণবীর কুমার বলেন, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। একটা সিচুয়েশন হলে প্রিকশন নেওয়া। প্রিকশন নেওয়া হয়েছে যেন কোনও ক্য়াজুয়ালটি না হয়। প্রথম দিকে এসি, কমপ্রেসার ব্লাস্ট হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসায় ভয়াবহ আকার ধারণ করে আগুন। স্থানীয় বাসিন্দা বলেন, 'আগুন লেগেছে সন্ধে সাতটা নাগাদ আগুন লেগেছে। ৩ ঘণ্টা পর দমকল ঢুকেছে। আগুন নেভাতে পারেনি। ঠিক টাইমে আসলে আগুন লাগত না। আমরা ছিলাম এখানে।' কয়েক বিঘা জায়গা জুড়ে রং, ব্য়াটারি তৈরির বেশ কয়েকটি কারখানা রয়েছে। দমকল সূত্রে খবর, সব কারখানাতেই দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের পাশাপাশি, ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়।দমকল সূত্রে খবর, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক কর্মী। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।এছাড়া হতাহতের আর কোনও খবর নেই। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। দিন কয়েক আগেই খিদিরপুরে পুরবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় তেরশো দোকান। সর্বস্ব হারান বহু ব্যবসায়ী। দিন কয়েক যেতে না যেতে এবার অগ্নিকাণ্ড বারাসাতের কদম্বগাছিতে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বারবার প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি।






















