North 24 Parganas News:ব্যবসায়ীর থেকে TMC নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল !
North 24 Parganas TMC Leader Bribe Case: পঞ্চায়েত প্রধানের স্বামীর বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল !

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্য়বসায়ীর থেকে তৃণমূল নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। পঞ্চায়েত প্রধানের স্বামীর বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল! উত্তর ২৪ পরগনার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য। বিতর্কে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস এবং উপপ্রধান প্রবীর দাস।টাকা নেওয়ার কথা কার্যত মেনে নিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী। মাটি কাটার যন্ত্র ভাড়া দেওয়ার টাকা, দাবি অভিযুক্ত পাপু দাসের। ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত উপপ্রধান প্রবীর দাস।
আরও পড়ুন, সকাল থেকে দিল্লি-সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক উড়ান বাতিল !
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপট : সুকান্ত মজুমদার
সোশাল মিডিয়ায় ঘটনার ছবি পোস্ট বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। তিনি সোশ্যাল পোস্টে লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপট। পশ্চিমবঙ্গ একের পর এক বৃহৎ শিল্প সংস্থা ব্যবসা গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও! পাড়ার দোকানদার, কারখানা মালিক সবাইকে তোলা দিতে বাধ্য করা হচ্ছে। তোলা দিতে বাধ্য করছে তৃণমূলের রংবাজ দাপুটে তোলাবাজরা', সোশাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের।
' ধরুন আমি, আপনার কাছে টাকা পাই, আপনি যদি আমাকে টাকা দেন..'
পঞ্চায়েত প্রধানের স্বামী ও তৃণমূল নেতা পাপু দাস বলেন, ধরুন আমি, আপনার কাছে টাকা পাই, আপনি যদি আমাকে টাকা দেন, সেই ছবি যদি কেউ ট্যুইট করেন, তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে। আমাদের ওই মিষ্টার শেখর দেবনাথ। আমাদেরই এখানে ওনার হাউজিং প্রোজেক্ট আছে, ওনার ওখানে কিছু কাজকর্ম আমরা করে থাকি। ওনার ওখানেও ধরুন আমরা জেসিবি, ..পার ডে হিসেবে জেসিবি ভাড়া নেয়।..আমাদের এগ্রিমেন্ট আছে, আপনাকে দেখিয়েছি। প্রত্যেকটা ডেট বাই ডেট, উনি যে পেমেন্ট দেয়, তা ওনার সাইন আছে, কিন্তু এখনও আমি ওনার কাছে অনেক টাকা পাই। এটা ২০২২ সালের ঘটনা।
প্রশ্ন : ক্যাশ লেনদেন হচ্ছে ?
পঞ্চায়েত প্রধানের স্বামী ও তৃণমূল নেতা পাপু দাস : ..এটা ধরুন জেসিবির টাকা, লেবারের টাকা, এত আর অনলাইন করা যায় না..
প্রশ্ন : দেখা যাচ্ছে তো কাড়ি কাড়ি টাকা দেওয়া হচ্ছে..
পঞ্চায়েত প্রধানের স্বামী ও তৃণমূল নেতা পাপু দাস : কাড়ি কাড়ি টাকা....অ্যামাউন্টটা ধরুন জেসিবির টাকা হিসেব করুন। পার আওয়ার যদি ৮০০ টাকা করে জেসিবি চার্জ..






















