North 24 Parganas: শাসনে মাছ চোর সন্দেহে ৮ বছরের বালককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়
8-year-old beaten to death in charge of theft. | মাছ চুরি করার সন্দেহে ৮ বছরের বালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার শাসনে। মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যর আত্মীয়।
সমীরণ পাল, শাসন: মাছ চুরির করার অভিযোগে নাবালককে মারধর করে বস্তা চাপা দিয়ে রাখার অভিযোগ। বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করার পরই সব শেষ। ৮ বছরের বালককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্থানীয় পঞ্চায়েত সদস্যর আত্মীয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসনের ফলতি বেলিয়াঘাটা এলাকায়।
পরিবারের দাবি, কয়েকদিন আগে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মাছের ভেড়ির ধারে খেলা করছিল ওই নাবালক। ভেড়ি থেকে মাছ চুরি করেছে এই সন্দেহে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের আত্মীয় আব্দুল আজিজ সিদ্দিক। মারধরের পর বস্তা চাপা দিয়ে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। কোনওমতে বাড়িতে এসে ঘটনার কথা জানায় ওই নাবালক। অভিযোগ, ঘটনা জানাজানি হতে নাবালককে প্রাণে মেরে ফেলার হুমকি দেন আব্দুল। পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ওই নাবালককে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সেখানেই মৃত্যু হয় ওই নাবালকের।
ফলতি বেলিয়াঘাটার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মেহেদি হাসান বলেছেন, ‘ঘটনা দুঃখজনক। তদন্ত হচ্ছে।’
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাসন থানায় দায়ের করা হয় অভিযোগ। শিশুটির মৃত্যুর পর এদিন অভিযুক্ত আব্দুল আজিজ সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, দু-দিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রীর। মেয়ের মৃত্যুতে পুলিশের দ্বারস্থ হলেন বাবা। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছেন তাঁদের মেয়ে। পরিবারের দাবি, হাসনাবাদের বাসিন্দা হাবিবুল সর্দার নামে এক বিবাহিত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস করেন। বিয়ের ব্যাপারে চাপ দিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে সেই ছবি দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়। শেষপর্যন্ত আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ায় অপমানে আত্মঘাতী হন তরুণী। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ।