Panihati: মদ্যপান চলাকালীন বচসা, বন্ধুর গলার নলি কেটে গঙ্গার পাড়ে পুঁতল বন্ধুরাই
Panihati Murder: বচসা চলাকালীন চার বন্ধু মিলে ভান্ডারী নামের যুবককে গলার নলি কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেয়
সমীরণ পাল, পানিহাটি: ফের খুন পানিহাটিতে,বন্ধুদের মধ্যে মদ্যপান করাকে কেন্দ্র করে বচসা,বচসার জেরে এক বন্ধুকে চার বন্ধু মিলে গলার নলি কেটে গঙ্গার মাটির চড়ে পুতে দেওয়ার অভিযোগ, গ্রেফতার চার অভিযুক্ত।
কী ঘটেছে?
স্থানীয় সূত্রে খবর, পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পি ভি গঙ্গার ঘাটে ৫ বন্ধু মিলে মদ্যপান করছিল,সেই সময় ভান্ডারী নামে এক বন্ধু চার বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। বচসা চলাকালীন চার বন্ধু মিলে ভান্ডারী নামের যুবককে গলার নলি কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেয়, সকালে এসে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় মৃতদেহ, তারপর খড়দহ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন, 'ব্যাগ নিয়ে এসেছি, যদি কিছু পাই', ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার হতেই কৌতূহলী মানুষের ভিড়
এরপর পুলিশ গিয়ে মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। খুনের তদন্তে পুলিশ নেমে ঘটনায় অভিযুক্ত চার বন্ধু মুস্তাক, সূর্য, লাল্লু ও নিবেদকে বেলঘড়িয়া কামারহাটি ও আগরপাড়া অঞ্চল থেকে খুনে ব্যবহৃত চপার সহ গ্রেফতার করে। আজ অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। এখনের ঘটনায় এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে।
অন্যদিকে, বাগুইআটিকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোনের পর অপহৃত পড়ুয়াকে খুনের অভিযোগ।ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গলার নলি কাটা মৃতদেহ। খুনের কথা কবুল বন্ধুর। অভিযুক্ত শেখ সলমনকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়। পরিবারের অভিযোগ, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন বছর ১৯-এর ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। রাত ১২টা নাগাদ ওই পড়ুয়ার মোবাইল ফোন থেকে তাঁর বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেয় অপহরণকারীরা। মল্লারপুর থানায় জানানোর পর দ্বিতীয়বার হুমকি-ফোন আসে। পুলিশকে জানালে সিম ভেঙে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ছাত্রের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থানার সঙ্গে যোগাযোগ করে মল্লারপুর থানার পুলিশ। ইলামবাজার থেকে আটক করা হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধু শেখ সলমনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ৩টে নাগাদ ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, বিরিয়ানির প্যাকেট, চিপসের প্যাকেট।