Shibu Hazra Arrested: অবশেষে গ্রেফতার সন্দেশখালির TMC নেতা শিবু হাজরা
TMC Leader Shibu Hazra Arrested: গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরাকে..
![Shibu Hazra Arrested: অবশেষে গ্রেফতার সন্দেশখালির TMC নেতা শিবু হাজরা Sandeshkhali Violence TMC leader Shibaprasad Hazra Shibu Hazra arrested Shibu Hazra Arrested: অবশেষে গ্রেফতার সন্দেশখালির TMC নেতা শিবু হাজরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/95b2580494f1fee13e5b027bbd9a99ee1708181039859484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দেশখালি,উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। এদিকে এখনও অধরা শেখ শাহজাহান। তবে এবার গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা শিবু হাজরা (Shibu Hazra)। আগামীকাল বসিরহাট আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
গণধর্ষণে অভিযুক্ত হন শিবু হাজরা-উত্তম সর্দার। উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে।বহিরাগত ভাড়া করে সাজানো ঘটনার তৃণমূলের তত্ত্ব খারিজ করল পুলিশই। শিবু, উত্তমের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা আনে পুলিশ। আর গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই এদিন ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির সন্দেশখালির ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে (Shibaprasad Hazra)। তবে শুধুই উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা গ্রেফতারে খুশি নন সন্দেশখালির বাসিন্দারা। শেখ শাহাজাহান কবে গ্রেফতার ? এবার তার গ্রেফতারের দাবিতে সরব গ্রামবাসী।
সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায়, গণধর্ষণের ধারা যুক্ত করার পরই,তৃণমূল নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধেয় সন্দেশখালির ন্যাজাট থেকে শিবুকে গ্রেফতার করা হয়। সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায়,সম্প্রতি এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দেন। তাঁর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা ও উত্তম সর্দার বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার চেষ্টার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত।
এরপরই, বিকেলে প্রথমে পুলিশ সুপার ও রাজ্য পুলিশের DG সাংবাদিক বৈঠক করেন। তারপরই জানা যায়, ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে শিবুকে। সন্দেশখালি এক বাসিন্দা বলেছেন,তিন জনের বিরুদ্ধে, শাহজাহান ভাইকে গ্রেফতার করতে হবে। ছাড়লে হবে না। সন্দেশখালি এক বাসিন্দা বলেছেন,তিন জনের বিরুদ্ধে, শাহজাহান ভাইকে গ্রেফতার করতে হবে। ছাড়লে হবে না। শিবপ্রসাদ হাজরা, তৃণমূলের ব্লক সভাপতি। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য।শেখ শাহজাহানের শাগরেদ। সেই শিবপ্রসাদ হাজরা বা শিবুর বিরুদ্ধেই ভেড়ি দখল, লিজের টাকা না দেওয়া, মারধর-অত্যাচার-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ।
আরও পড়ুন, ঘন কুয়াশায় ঢাকতে পারে পাহাড়ি রাস্তা, আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)