North 24 Pargana: অনুপম নেই, পানিহাটি মহাজতিনগরে ফিকে দোলের ফিকে দোলের রং
North 24 Pargana News: প্রতি বছর অনুপম দত্তের উদ্যোগে তাঁর পাড়ায় পালিত হত বসন্ত উৎসব। দোলের মুখে খুন হয়ে যান তৃণমূল নেতা। নিহতের স্মরণে এবার কোনও উৎসব হয়নি পানিহাটির মহাজতিনগরে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রঙের উৎসব বেরঙিন পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলরের পাড়া। প্রতি বছর অনুপম দত্তের উদ্যোগে তাঁর পাড়ায় পালিত হত বসন্ত উৎসব। দোলের মুখে খুন হয়ে যান তৃণমূল নেতা। নিহতের স্মরণে এবার কোনও উৎসব হয়নি পানিহাটির মহাজতিনগরে।
উৎসবের রঙে রঙিন গোটা রাজ্য। তবে সেসব থেকে অনেক... অনেক... দূরে পানহাটির মহাজতিনগর। উৎসবে রং ফিকে হয়ে গেছে, নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের পাড়ায়। গত বছরেও, অনুপমের উদ্যোগেই বসন্ত উৎসবে আনন্দে মেতে উঠেছিল মহাজতিনগর। এবারও শুরু হয়েছিল তোড়জোড়। কিন্তু, তার আগেই গত রবিবার নিজের পাড়ায় খুন হয়ে যান পানহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
দোলের মুখে অনুপম দত্তের এই পরিণতি মানতে পারছেন না তাঁর অনুগামীরা। শুক্রবার নিহত তৃণমূল নেতার বাড়ির কাছে একটি ক্লাবের সামনে তাঁর ছবিতে শ্রদ্ধা জানানো হয়। এসেছিলেন নিহত অনুপম দত্তের স্ত্রী। তৃণমূল কাউন্সিলরের প্রতিবেশী কার্তিক পাল বলেন, ''আমরা সবাই মর্মাহত। গতকাল রাতে স্ত্রী সিদ্ধান্ত নেন কোনও উৎসব পালন করব না। আমরা মনে করি না ও নেই। সবার মনে থাকব।''
কিছু দিন আগে পাড়ায় যত্ন করে পলাশ গাছ লাগিয়েছিলেন নিহত তৃণমূল কাউন্সিলর। ফুল আর তাঁর দেখা হল না। আরেক প্রতিবেশী রামচন্দ্র পাল বলেন, ''আড়াই মাস আগে একজন পলাশ গাছ দিয়ে যায়. গাছ লাগিয়ে বলেছিল এর ফুল দিয়ে দোল উৎসব করব। পলাশ গাছে বেড়ে উঠছে কিন্তু আমাদের থেকে হারিয়ে গেছে।''
পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে দু’জনকে গ্রেফতার করা হলেও, ধরা পড়েনি মূল চক্রী। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, খুনের সম্পর্কে অনেক তথ্য জোগাড় হয়েছে। একাধিক দল তৈরি করে চলছে তদন্ত। পানিহাটি কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় উদ্ধার হল আরও একটি আগ্রেয়াস্ত্র।
আরো পড়ুন: মঙ্গলারতি দিতে দোল উৎসবের সূচনা, ঊষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ বেলুড় মঠে






















