WB Municipal Poll Result 2022: 'বিজেপিতে যাওয়াই আমার ভুল ছিল', কাঁচরাপাড়ায় জিতে প্রতিক্রিয়া শুভ্রাংশুর
WB Municipal Election Results 2022: পুরভোটে জিতে শুভ্রাংশু বলেন, "বিজেপিতে যাওয়াটাই আমার ভুল ছিল। এটাও প্রমাণিত দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারে না।"
কাঁচরাপাড়া: উত্তর থেকে দক্ষিণ, পুর গণনা শুরু হতেই তৃণমূলের ঝড় দিকে দিকে। এখনও পর্যন্ত ১০৮টি পুরসভার মধ্যে ৫৫টি পুরসভা দখল করেছে তৃণমূল। কাঁচরাপাড়ায় জিতলেন মুকুল (Mukul Roy)-পুত্র। এদিন ৬ নং ওয়ার্ড থেকে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী (TMC) শুভ্রাংশু রায় (Subhrangshu Roy)।
পুরভোটে জিতে শুভ্রাংশু বলেন, "বিজেপিতে যাওয়াটাই আমার ভুল ছিল। এটাও প্রমাণিত দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারে না। এখানে লড়াই অনেকটাই কঠিন ছিল। কংগ্রেস, বিজেপি একসঙ্গে আমার বিরুদ্ধে লড়াই করেছে আমাকে হারাতে। কিন্তু মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছেন। এখনও বাবাকে জানান হয়নি। ফোন করেছিলাম পায়নি এখনও। তবে জানাব তো নিশ্চয়ই। বাবাই তো আমার অভিভাবক। আমি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি।"
এদিকে, এখনও পর্যন্ত বিরোধীশূন্য বজবজ-সিউড়ি-দাঁইহাট। বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার ৩ পুরসভাই দখল তৃণমূলের। দার্জিলিঙে ভাল ফল হামরো পার্টির। কংগ্রেসের থেকে জয়নগর ছিনিয়ে নিল তৃণমূল। মহেশতলা, বারুইপুর, ঝাড়গ্রাম, গুসকরা পুরসভা দখল ঘাসফুলের। কাঁথি পুরসভায় জয়ী অখিল গিরির ছেলে সুপ্রকাশ। পরাজিত বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। ইংরেজবাজারে জয়ী কৃষ্ণেন্দুনারায়ণ, কোচবিহারে জয়ী রবীন্দ্রনাথ ঘোষ। কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিন্হা। ফালাকাটা পুরসভা তৃণমূলের দখলে।আলিপুরদুয়ার পুরসভা তৃণমূলের দখলে।
অন্যদিকে, উত্তর থেকে দক্ষিণ, পুরভোটে গণনার শুরুতেই রাজ্যজুড়ে তৃণমূল-ঝড় শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গড় ডায়মন্ড হারবার পুরসভা দখল করল তৃণমূল। এছাড়া বারুইপুর (Baruipur) পুরসভাও গেল তৃণমূলের (TMC) দখলে।