WB By Election 2024: উপনির্বাচনের মুখে মিনাখাঁর বিধায়কের উপর 'হামলা' ! 'কালীপুজোর উদ্বোধন থেকে ফিরছিলেন..'
Haroa TMC Inner Clash Minakhan MLA Attacked : উপনির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ! উত্তপ্ত হাড়োয়া
উত্তর ২৪ পরগনা: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ
'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। তৃণমূল বিধায়কের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির।
অপরদিকে, আরও একটি হামলার ঘটনার মুখোমুখী শাসক নেতা। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলার অভিযোগে ধৃত ২। পুজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলআটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে, অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হাটগাছি পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান কাদের মোল্লা। বিধায়কের অনুগামীরা চাকরির নামে টাকা তুলছে, তা নিয়ে মানুষের ক্ষোভের জেরে এই ঘটনা, দাবি কাদের মোল্লার।
সম্প্রতি হাওড়ার নিশ্চিন্দায় মত্ত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। দুই ক্লাবের মধ্যে অশান্তি জেরে হামলা বলে দাবি আক্রান্তদের। অভিযোগ অস্বীকার করেছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোনও সদস্য হামলার ঘটনায় জড়িত থাকলে উপযুক্ত শাস্তি হবে বলে জানিয়েছিল বালির পঞ্চায়েত প্রধান। রাতে বালির নিশ্চিদা থানার অন্তর্গত সাঁপুই পাড়ায় মণ্ডপে দুর্গা প্রতিমা ঢোকানোর কাজ করছিলেন শক্তি সঙ্ঘ ক্লাবের সদস্যরা। অভিযোগ সেই সময় রাস্তা আটকে ঠাকুর নামানো নিয়ে তাঁদের সঙ্গে বচসায় জড়ান পাশের পাড়ার নেতাজি সঙ্ঘের সদস্যরা। বচসা গড়ায় হাতাহাতিতে। বালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য সুদীপ্ত সামন্তর নেতৃত্বের শক্তি সঙ্ঘর সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত সুদীপ্ত সামন্ত নেতাজি সঙ্ঘেরও সদস্য।
অভিযুক্তরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি আক্রান্তদের। অভিযোগ, পুরুষদের বাঁচাতে গেলে বেধড়ক মারধর করা হয় মহিলাদের। নিশ্চিন্দা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আক্রান্ত মহিলা বলেন, আমার স্বামীকে মেরেছে বাঁচাতে গেলে আমাকেও মেরেছে। সুদীপ্ত সামন্তর নেতৃত্বে হামলা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেব পঞ্চায়েত সদস্য।বালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও সদস্য বলেন, আমি কোনও ঘটনায় যুক্ত নই। প্রশাসনের কাছে প্রমাণ দেখাক অভিযোগ করছে যারা। দই ক্লাবের মধ্যে চাঁদা নিয়ে সমস্যা। আমি ছাড়াতে গেছিলাম।'
আরও পড়ুন, বীরভূমের অন্যতম সতীপীঠ নন্দীকেশ্বরী, 'সাধক বামাক্ষ্যাপা এখানেই পুজো দিয়ে সিদ্ধিলাভ করেছিলেন..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।