Kolkata News : ট্যাংরাকাণ্ডের ছায়া এবার রাজারহাটে? ঘটে গেল হাড়হিম করা ঘটনা
রাজারহাটের ওই পরিবারের ৩ জনই আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়।

রঞ্জিত সাউ , কলকাতা : এক পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যু। দুর্ঘটনার কবলে বাকি তিন পুরুষ। চলতি বছরের শুরুতে ট্যাংরার ঘটনা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিয়েছিল। তদন্তে জানা যায়, দেনার দায়ে ডুবতে বসে নিজেদের শেষ করার সিদ্ধান্ত নেন তাঁরা। এমনই এক ঘটনা ঘটে গেল রাজারহাটের নারায়ণপুরে। দেবী পার্কে একই পরিবারের ৩ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ঘনীভূত রহস্য।
রাজারহাটের ওই পরিবারের ৩ জনই আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণপুরের দেবী পার্কে শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দে।
পুলিশ সূত্রে খবর, বাজারে প্রচুর দেনা ছিল ব্যবসায়ীর। বাড়ি, গাড়িও বিক্রি করে দিতে হয়। এরপর বৃহস্পতিবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সঞ্জয়, তাঁর স্ত্রী ও শাশুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীর স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়।
গত ৯ মাস ধরে শাশুড়িও থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দে-র সঙ্গে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা হয়ে গেছিল। সেই কারণেই সপরিবারে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে খবর, বাড়িওয়ালা ও প্রতিবেশীদের বাইরে ঘুরতে যাবেন বলে ব্যবসায়ী জানিয়েছিলেন। পরিচারিকাকেও আসতে নিষেধ করেন। সন্দেহ হওয়ায় গতকাল নারায়ণপুর থানায় খবর দেন প্রতিবেশীরা।
শুধু ট্যাংরাকাণ্ড নয়, অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে দেনার দায়ে মৃত্যুর পথ বেছে নিয়েছে মানুষ। গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ তিনজনের দেহ উদ্ধার হয়। সেদিনই ভোররাতে ওই পরিবারের তিন পুরুষের পথ দুর্ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্ত করতে গিয়েছেই বাড়ির তিন মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক হাড়হিম করা তথ্য উঠে আসে। রাজারহাটের ঘটনা কি আত্মহত্যাই, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।






















