TMCP Attacked : বন্দুকের বাঁট, বাঁশ দিয়ে বেধড়ক মার, বেলঘড়িয়ায় TMCP সদস্য়দের ওপর হামলা
ঘটনায় বেলঘড়িয়া থানায় (Belghoria Police Station) অভিযোগ দায়ের করেছে TMCP। গোটাটাই তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির (BJP)।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বেলঘড়িয়ায় (Belghoria) TMCP সদস্য়দের ওপর হামলা। বেধড়ক মার। অভিযোগ গতকাল রাতে কামারহাটি পুর (Kamarhati Municipality) এলাকায় ক্লাবে বসে গল্প করছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য়। অভিযোগ, আচমকা ৮-৯ জন দুষ্কৃতী বন্দুকের বাঁট, বাঁশ নিয়ে এসে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। বেলঘরিয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই ঘটনা নিয়ে বলেন এখানে ছাত্র যুবশক্তির সঙ্গে দুষ্কৃতীদের লড়াই l ঘটনায় বেলঘড়িয়া থানায় (Belghoria Police Station) অভিযোগ দায়ের করেছে TMCP। গোটাটাই তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির (BJP)।
কয়েক মাস আগেই কামারহাটিতে তৃণমূল কর্মীর ওপর হামলা হয়েছিল। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল পরিবার। জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তৃণমূল কর্মীকে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল নেতৃত্ব।
গত জানুয়ারিতে ঠাকুরনগর বাজারের ফল ব্যবসায়ীর (Businessman) উপরে অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ফল ব্যবসায়ী মনোরঞ্জন মজুমদারের মাথা সহ একাধিক জায়গায় কোপ লাগে। তাকে বাচাতে গিয়ে আক্রমণ হন তার ভাই । তার পেটে কোপ লাগে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে চাদপাড়া গ্রামীণ হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা পর বারাসত হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় ঠাকুরনগর রেলগেটে নিজের দোকানে ব্যবসা করছিলেন মনোরঞ্জন অভিযোগ সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। দাদাকে বাঁচাতে আক্রান্ত হন ভাইও।
গত বছর নভেম্বরে হাওড়ার সাঁকরাইলে বাড়ির কাছেই প্রাণঘাতী হামলা শিকার হয়েছিলেন এক ব্যবসায়ী। হামলায় জখম করে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ ওঠে। রাত বারোটা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছিল।