(Source: ECI/ABP News/ABP Majha)
Bhatpara: পার্ক নিয়ে জমি-বিবাদ, আদালতের দ্বারস্থ বাসিন্দা
North 24 Parganas: আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।
সমীরণ পাল, ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা: ফের ভাটপাড়া। ফের বিতর্ক। এবার পার্ক তৈরি নিয়ে বিতর্ক। অভিযোগ, পার্ক তৈরির জন্য, পাঁচিল তুলে আটকে দেওয়া হয়েছে স্থানীয় এক বাসিন্দার জমিতে ঢোকার রাস্তা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ককে অভিযোগ জানানো হলে তিনি দুর্ব্য়বহার করেন বলে অভিযোগ। ৬ লক্ষ টাকাও চান বলেও অভিযোহ। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।
এলাকার সৌন্দর্যায়ন হচ্ছে। তৈরি হচ্ছে পার্ক। কিন্তু, তার জন্য পাঁচিল তুলে আটকে দেওয়া হয়েছে স্থানীয় এক বাসিন্দার জমিতে ঢোকার রাস্তা। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার এই নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে ব্য়ারাকপুর মহকুমা আদালত। ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্য়ামনগরের গাঙ্গুলি পাড়া। এখানেই একটি পার্ক তৈরি করছিলেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
কী অভিযোগ:
জমির মালিকের দাবি, পার্ক তৈরির জন্য় তাঁর জমির সামনে পাঁচিল তুলে দিয়ে, ঢোকা-বেরনোর রাস্তা আটকে দেওয়া হয়েছে। জমির মালিকের দাবি, এনিয়ে একাধিকবার কাউন্সিলরের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কোনও সাড়াই মেলেনি। গিয়েছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের কাছেও। বিধায়ক তাঁর সঙ্গে দুর্ব্য়বহার করেন বলেও অভিযোগ জমির মালিকের। শুধু তাই নয়, পাঁচিল ভাঙার বিনিময়ে ৬ লক্ষ টাকা চান বলেও দাবি অভিযোগকারী বাসিন্দা কাজলি গঙ্গোপাধ্যায়। তা নিয়ে বিস্তর তর্কবিতর্ক হয়। প্রবল টানাপড়েন হয়।
এই নিয়ে একটি দাবি তুলেছেন ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, 'যখন রাস্তা হবে, তখন দেখা যাবে। ওখানে তো পুকুর।' এরপর আদালতের দ্বারস্থ হন অভিযোগকারিণী। পুরসভাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় ব্য়ারাকপুর মহকুমা আদালত। তারপর কয়েক দিন কাজ বন্ধ রাখলেও, তা ফের শুরু হয়েছে বলে অভিযোগ। এর জেরে, ১৪৪ ধারা জারি করেছে আদালত। জগদ্দল থানার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও উপ পুরপ্রধান দেবজ্য়োতি ঘোষ বলেন, 'পূর্ত দফতরের জমিতে পাঁচিল দেওয়া হয়েছে। অভিযোগ দেখা হচ্ছে।'
আরও পড়ুন: গুটখার প্যাকেট থেকে বেরোল মার্কিন ডলার, ভাইরাল নগদ উদ্ধার