North 24 Parganas: জঞ্জালে লুকনো বোমা! সাফাই করতে গিয়েই বিস্ফোরণ
Bomb Blast:কোথা থেকে ওই এলাকায় এল বোমা? কার রেখে গিয়েছে বোমা?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের মোহনপুরে বিস্ফোরণ জঞ্জালের মধ্যে বোমা, পরিষ্কারের সময় বিস্ফোরণ। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ।
কীভাবে এল বোমা?
কোথা থেকে ওই এলাকায় এল বোমা? কার রেখে গিয়েছে বোমা? তার তদন্ত শুরু হয়েছে।
জেলায় চলেছে গুলিও:
আসানসোল, গোয়ালপোখরের পর এবার উত্তর ২৪ পরগনার জগদ্দল। রবিবার সকাল ৯টা নাগাদ জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে পালঘাট রোডে চলল গুলি। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের পিঠ ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। অভিযোগ, তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ও পরপর ২টি বোমা ছোড়া হয়। হামলাকারীরা মাস্ক পরে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। সেই অবস্থায় প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসক-নেতা। তৃণমূল নেতার দাবি, জেলে বসে তাঁকে খুনের ছক কষা হচ্ছিল, এই খবর তাঁর কাছে ছিল। এই সূত্রে আরমান নামে স্থানীয় এক দুষ্কৃতীর নাম উঠে এসেছে। তাকে আটক করেছে পুলিশ। হামলার কারণ সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ ও তৃণমূল নেতার পরিবার। খবর পেয়ে থানায় যান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সাতসকালে জনবহুল এলাকায় গুলি চলায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
জেলায় অস্ত্র উদ্ধার:
উত্তর ২৪ পরগনার শাসনে অস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, ৪ রাউন্ড কার্তুজ ও একটি ধারাল অস্ত্র।
আরও পড়ুন: বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে দুজনকে গ্রেফতার শাসন থানার পুলিশের