North 24 Parganas News: পলতায় এয়ারফোর্স সার্জেন্টের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার
Murder case: পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতার দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
![North 24 Parganas News: পলতায় এয়ারফোর্স সার্জেন্টের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার North 24 Parganas: Dead body of wife of Air Force Sergeant recovered from home in Palta North 24 Parganas News: পলতায় এয়ারফোর্স সার্জেন্টের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/09/076393f492d1f192dcd26c093633ae51_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, পলতা: ভর সন্ধেয় জনবহুল এলাকায় গৃহবধূ খুন (Murder case of wife)। পলতায় এয়ারফোর্স সার্জেন্টের (Air Force Sergeant) স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার। আটক স্বামী।
কিছুদিন আগেই অসম (Assam) থেকে বদলি হয়ে স্ত্রী রঞ্জনা দেবীকে নিয়ে পলতায় আসেন এয়ারফোর্স সার্জেন্ট অমর লাল। গতকাল বিকেলে অফিস থেকে ফিরে দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। তাঁর দাবি ফিরে এসে বিছানার ওপর স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হাওড়ায় যুবক খুন
এদিকে, সামান্য বিড়ি চাওয়া নিয়ে বচসা, আর তা থেকেই পিটিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ায়! প্রাণ গেল ২৮ বছরের তরতাজা এক যুবকের।
প্রতিদিনের মতো গত শুক্রবারও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন যুবক। সেইসময়ই বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মুসলি রাও ও রঞ্জিত সিংহের সঙ্গে বচসা বাঁধে রাজু রাও নামে এক যুবকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতির চেহারা নেয়। অভিযোগ তখনই, রাজু রাও নামের যুবক বাঁশ ও ইট দিয়ে বাকি দু’জনকে মারধর করে। স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মুসলি রাওকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খুনের নেপথ্যে পুরনো শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
চাকদায় বাবা-মেয়ের রহস্যমৃত্যু
অন্যদিকে, নদিয়ার চাকদার বিষ্ণুপুরে বাবা-মেয়ের রহস্যমৃত্যু। বন্ধ ঘর থেকে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পরিবার ও প্রতিবেশী সূত্রে দাবি, ত্রিকোণ সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জেরে নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাবা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রীকে আটক করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)