North 24 Parganas News: সংক্রমণ রুখতে উদ্যোগ, গাইঘাটায় বাজার, দোকান একবেলা খোলা রাখার সিদ্ধান্ত প্রশাসনের
North 24 Parganas Market Close: আজ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত গাইঘাটা ব্লকে (Gaighata Block) জারি থাকবে এই নিয়মবিধি। তবে ওষুধ, দুধের দোকান-সহ জরুরি পরিষেবায় (Emergency Service) ছাড় দেওয়া হয়েছে।
সমীরণ পাল, গাইঘাটা: করোনা সংক্রমণ (Corona Case) রুখতে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটায় (Gaighata) বাজার, দোকান একবেলা খোলা রাখার সিদ্ধান্ত প্রশাসনের। আগামী ৭ দিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে দোকান, বাজার। আজ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত গাইঘাটা ব্লকে (Gaighata Block) জারি থাকবে এই নিয়মবিধি। তবে ওষুধ, দুধের দোকান-সহ জরুরি পরিষেবায় (Emergency Service) ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণ কমাতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।
করোনায় তৃতীয় ঢেউ আছড়ে পড়ায়, উদ্বেগজনক পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা লাগোয়া এই জেলায়। সংক্রমণ রুখতে গত সপ্তাহ থেকে টানা তিনদিন মধ্যমগ্রাম পুরসভা এলাকায় সমস্ত দোকান, বাজার, শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধিনিষেধ কার্যকর হচ্ছে দেখার পাশাপাশি, পুলিশের তরফে চালানো হয় মাইকে প্রচার। সংক্রমণের হার খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মধ্যমগ্রাম পুরসভার তরফে জানানো হয়েছে।
জনবহুল বাজারে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারির সিদ্ধান্ত হাবড়া পুরসভার। পুর প্রশাসক জানিয়েছেন, হাবড়া শহরে ৮০টি সিসি ক্যামেরা রয়েছে। মাস্ক পরা ও সাধারণ স্বাস্থ্য বিধি নিয়ে নজরদারি চালাতে আরও ৩২টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়া, চলচি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার হাবড়া শহরে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া দোকান, বাজার এবং শনিবার জয়গাছিতে কাপড়ের হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বারাসাত ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের সব কটি বাজার বৃহস্পতিবার ও রবিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হাটগুলির বিকিকিনির সময়সীমা কমিয়ে দুপুর ২টো পর্যন্ত করা হয়েছে। বনগাঁ পুর এলাকতেও সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পুরসভা। গত শনিবার থেকে বনগাঁয় বাজার সকাল ৭টা থেকে ১১ পর্যন্ত খোলা রাখাক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থানীয় দোকানগুলিকে সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Purba Medinipur: হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ, গ্রেফতার ২ আইএনটিটিইউসি নেতা