North 24 Parganas: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সীমান্ত বাণিজ্য এলাকার ট্রাক টার্মিনাসের দায়িত্ব নিল পরিবহন দফতর
North 24 Parganas News Update: স্থল সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার ট্রাক টার্মিনাসগুলিতে, দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। দুর্নীতি ঠেকাতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সমীরণ পাল, শুভেন্দু ভট্টচার্য: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশ মতো সীমান্ত বাণিজ্য এলাকার ট্রাক টার্মিনাসের দায়িত্ব হাতে নিল পরিবহন দফতর (Transport Department)। বনগাঁ পুরসভার (Bongaon Municipality) আওতায় থাকা কালীতলা পার্কিং এবং কোচবিহার জেলা পরিষদের আওতায় থাকা চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের পার্কিংলটের দায়িত্ব হস্তান্তর হল এদিন। পরিবহণ দফতরই ওই সব পার্কিং থেকে রাজস্ব আদায় করবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, সীমান্ত বাণিজ্য এলাকায় ট্রাক টার্মিনাসগুলির দায়িত্ব পরিবহন দফতরের হাতে তুলে দেওয়া হল। স্থল সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার ট্রাক টার্মিনাসগুলিতে, দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে আয়োজিত প্রশাসনিক বৈঠকে কার্যত তা মেনে নেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ লোকালি পয়সা তুলে নিচ্ছেন। তার মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিও রয়েছে এবং কিছু অফিসারও রয়েছে। স্থানীয়। এটা হবে না। টাকাগুলো গর্ভমেন্ট ট্রেজারিতে আসবে।‘’
সীমান্ত বাণিজ্য পরিবহণে দুর্নীতি ঠেকাতে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, সোমবারের মধ্যে সীমান্ত লাগোয়া সমস্ত ট্রাক টার্মিনাসের দায়িত্ব পরিবহণ দফতর নিয়ে নেবে। পরিবহন দফতরই সংগ্রহ করবে রাজস্ব। তিনি বলেছিলেন, “রেভিনিউ হচ্ছে না। ৩ দিনের মধ্যে পুরসভাগুলির কাছ থেকে ক্লিয়ার হয়ে, চিফ সেক্রেটারির হয়ে পরিবহণ দফতরে আসে। ববি দেখে নেবে। ৭ তারিখের মধ্যে আমি দেখে নেব।’’
এই নির্দেশ মতো সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার তরফে কালীতলা পার্কিং পরিচালনার দায়িত্ব পরিবহন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বনগাঁ পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন গোপাল শেঠ বলেন, “রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বনগাঁ পার্কিংটাকে উন্নত করার জন্য, বনগাঁ পুরসভার পার্কিং চালাবে পরবিহন দফতর। ওদের হাতে তুলে দেওয়া হল। যারা কাজ করে সেই সেটআপেই কাজ হবে। বাকিটা আজ চার্জ হ্যান্ডওভার হল। পরিবহণ দফতর দেখাশোনা করবে।’’ অন্যদিকে, কোচবিহারের চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের পার্কিংলটের দায়িত্বও এদিন কোচবিহার জেলা পরিষদের হাত থেকে পরিবহণের দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Coochbehar : পুরভোটে টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে প্রার্থী ছেলে !