Weather Update: সকালে রোদ ; বিকেল হতেই বৃষ্টি ! আজ কেমন যাবে এই দুই জেলার আবহাওয়া ?
Weather Update: সকালে রোদ দিয়ে শুরু হলেও বিকেল হতেই বৃষ্টির সাক্ষী হতে পারে দুই দিনাজপুর। আজ দিনভর জেলার কিছু অংশে থাকতে পারে মেঘ।
Weather Update: সকালে রোদ দিয়ে শুরু হলেও বিকেল হতেই বৃষ্টির সাক্ষী হতে পারে দুই দিনাজপুর। আজ দিনভর জেলার কিছু অংশে থাকতে পারে মেঘ। সেক্ষেত্রে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে জেলার কোনও অংশে। অন্তত তেমনই বলছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া।
সাকল ৬টার তাপমাত্রা বলেছ, ২৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে দুই দিনাজপুরের তাপমাত্রা। সেই ক্ষেত্রে বাতালে আদ্রাতার পরিমাণ রয়েছে ৯১শতাংশ। ১০ কিলোমিটার বেগে বইছে জেলার বাতাস। বিগত কিছুদিন জেলায় বৃষ্টি হওয়ায় সকাল থেকে হিমেল হাওয়ায় স্পর্শ রয়েছে জেলায়। তবে আজ প্রখর রোদ থাকবে দুই জেলায়। দুপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোরে কিছু ক্ষেত্রে ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বেশকিছু অংশে মেঘ-রোদের লুকোচুরি দেখা যাবে দিনভর। সপ্তাহের শুরুর দিনগুলিতেই রোদের তাপের সাক্ষী হবে দুই দিনাজপুরবাসী। সেই ক্ষেত্রে জেলার বহু অংশে রোদের তাপে নাভিশ্বাস উঠতে পারে এলাকাবাসীর। বর্তমানে এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে গিয়েছে দুই জেলার তাপমাত্রা। চলতি সপ্তাহে ফের এই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে মেঘ থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সেই ক্ষেত্রে দু-এক পশলা বৃষ্টিও হতে পারে জেলার কিছু অংশে। মাঝারি বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজ। মোটের ওপর গরম থাকবে দিনে-রাতে।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি