North and South Dinajpur Weather Update: হাঁসফাঁস গরমে বাড়বে অস্বস্তি ? আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , আজ উত্তর দিনাজপুরে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে মেঘ থাকলেও জেলায় বৃষ্টির সম্ভাবনা কম।
Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , আজ উত্তর দিনাজপুরে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে মেঘ থাকলেও জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উল্টে দুপুরের মধ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ১০টার পরই তাপমাত্রা ছুঁয়েছে ৩৪ ডিগ্রি । দুপুরের দিকে আদ্রতার সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই জেলার বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭০ শতাংশ। বাতাস বইছে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে। বেলার দিকে এই আদ্রতা আরও বাড়তে পারে। যার ফলে ঘামে অস্বস্তি বাড়তে পারে উত্তরে।
South Dinajpur Weather update: আবহাওয়ায় খুব একটা ফারাক থাকবে না দক্ষিণ দিনাজপুরে। আজ দিনভর আংশিক মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ। এদিন সকাল ১০ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। আজ দিনভর গরম বাড়বে জেলায়। সঙ্গে বাতাসের গতিবেগ কম থাকায় স্বাভাবিকভাবেই হাঁসফাঁস গরমের সাক্ষী থাকবে দক্ষিণ। এখানে গরম বাড়লেও বৃষ্টির সম্ভাবনা কম।
West Bengal Weather অন্যদিকে, শুক্রবার নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে বৃহস্পতি থেকে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতিবার।
দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা একটু বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। শুক্রবার সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই।আগামী শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ওড়িশার দিকে অভিমুখ হলেও এই নিম্নচাপের শক্তি কেমন হবে তা দেখেই সতর্কবার্তা জারি করবে আবহাওয়া দফতর।