North and South Dinajpur Weather Update: বেলা বাড়লে আরও গরম ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: বৃষ্টি না হলেও চিন্তা বাড়াচ্ছে আদ্রতা। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সকাল ৮টায় উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
Weather Update: বৃষ্টি না হলেও চিন্তা বাড়াচ্ছে আদ্রতা। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সকাল ৮টায় উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। ফলে বেলা বাড়লে ঘাম বাড়ার পরিবেশ তৈরি হবে জেলায়। সেই ক্ষেত্রে একমাত্র চিন্তা দূর করতে পারে বৃষ্টি। তবে হাওয়া মোরগের হিসেব বলছে, এদিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন্ থাকতে পারে। সেই ক্ষেত্রে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। এদিন সকালে জেলার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ১৬ কিমি।
South Dinajpur Weather update: প্রায় একই পরস্থিতি দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলায়। শুক্রবার সকাল থেকেই মেঘ রয়েছে আকাশে। আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) বলছে, দক্ষিণে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে এই জেলাতেও বাতাসে আদ্রতার পরিমাণ ৮০ শতাংশ ছাড়িয়েছে। এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। সকাল ৮ টা নাগাদ জেলার তাপমাত্রা ছিল উত্তর দিনাজপুরের থেকে ২ ডিগ্রি বেশি। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। সারাদিন আকাশে মেঘ থাকার সম্ভাবনা প্রবল।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : Passport Update: পাসপোর্ট ছিঁড়ে গেলে বড় সমস্যা, সমাধান কী জানেন ?