Weather Update: ঠান্ডা হাওয়ায় কাঁপবে জেলা, আজ কেমন যাবে দুই দিনাজপুরের তাপমাত্রা ?
Weather Update: বড়দিনে কাঁপছে দুই দিনাজপুর । রবিবার অনেকটাই নেমেছে পারদ। যদিও শনিবারের থেকে সকালে তাপমাত্রা কিছুটা বেশি ছিল রবিবার।
Weather Update: বড়দিনে কাঁপছে দুই দিনাজপুর । রবিবার অনেকটাই নেমেছে পারদ। যদিও শনিবারের থেকে সকালে তাপমাত্রা কিছুটা বেশি ছিল রবিবার। এদিন সকাল সাতটা নাগাদ তাপমাত্রা ২১ ডিগ্রিতে উঠে আসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। তবে জেলার একাংশ ঢাকা পড়তে পারে কুয়াশায়। দুপুরে এই তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি পর্যন্ত যেতে পারে।
রবিবার সকাল থেকেই শীতল হাওয়া বইছে উত্তর দিনাজপুরে। ওয়েদার বলছে, চলতি সপ্তাহে আরও অনেকটাই কমতে পারে তাপমাত্রা। গত সপ্তাহের তুলনায় সম্প্রতি কয়েক ডিগ্রি পারদ নেমেছে দুই দিনাজপুরে। বছর শেষের সপ্তাহে এই তাপমাত্র ১১ ডিগ্রি ছুঁতে পারে। সেই ক্ষেত্রে অনেকটাই কমে যেতে পারে বাতাসে আদ্রতার পরিমাণ। আজ সকালে ৯১ শতাংশ আদ্রতা রয়েছে বাতাসে। হাওয়া বইছে ৩ কিমি বেগে।
South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়বে দক্ষিণে। সকালে জেলার কিছু জায়গায় কুয়াশা থাকলে পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। তাপমাত্রার পারদ আরও কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ২০ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।