(Source: ECI/ABP News/ABP Majha)
North and South Dinajpur Weather Update: উত্তরে গরম দক্ষিণে বৃষ্টি ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: Weather Update: আজ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আদ্রতা কমলেও বাড়বে তাপমাত্রা। এদিন সকাল দশটায় উত্তর দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
Weather Update: আজ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আদ্রতা কমলেও বাড়বে তাপমাত্রা। এদিন সকাল দশটায় উত্তর দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা কম। তবে দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৯ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে। বেলা বাড়লে এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
South Dinajpur Weather update: মেঘলা আকাশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন সকালে ১০টার আবহাওয়া বলছে, দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৭ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। সকালে জেলার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১১ কিলোমিটার। দিনভর মেঘ থাকবে দক্ষিণের আকাশে। তাই হঠাৎ বৃষ্টি দেখা যেতে পারে জেলায়।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।