Cooch Behar News: বাসে চেপে প্রতিমা-দর্শন, ন্যূনতম মূল্যে ট্যুর প্যাকেজ, পুজোয় বিশেষ উপহার উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার
Durga Puja 2022: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ জানিয়েছে, বাসে চেপে ঘুরতে মাথাপিছু ৩০০ টাকা খরচ পড়বে। তার মধ্যে রয়েছে রাতের খাবারও।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুজোর আগে অভিনব উদ্যোগ প্রশাসনের। বাসে চাপিয়ে পুজোয় ঘোরানো হবে দর্শনার্থীদের। বৃহস্পতিবার তার ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানিয়েছেন, তৃতীয়া এবং চতুর্থীর দিন সন্ধেয় শিলিগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপে (Durga Puja 2022) উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে চেপে ঘুরতে পারবেন দর্শনার্থীরা (North Bengal State Transport Corporation)।
দুর্গাপুজোয় বিশেষ পরিষেবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ জানিয়েছে, বাসে চেপে ঘুরতে মাথাপিছু ৩০০ টাকা খরচ পড়বে। তার মধ্যে রয়েছে রাতের খাবারও। এ বছর দুর্গোপুজোর জন্যই এই বিশেষ ভাবনা। সাধারণ মানুষের জন্য উপহার স্বরূপই এই পরিষেবা বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
এ ছাড়াও, মহালয়ার দিন থেকে শুরু হবে সংস্থার সবুজের পথে হাতছানি পর্যটন প্যাকেজ ট্যুর। এ বার এই প্যাকেজ ট্যুর আরও সম্প্রসারিত করা হয়েছে। কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিগুড়ির সঙ্গে যোগ হচ্ছে বেশ কিছু নতুন ডেস্টিনেশন।
সংস্থার দাবি ,এর জন্য যা অর্থ ধার্য করা হয়েছে, তা তুলনায় বেসরকারি সংস্থার ট্যুর প্যাকেজের থেকে অনেকটাই কম। প্যাকেজগুলির মধ্যে রয়েছে কোচবিহার- ঝালং-বিন্দু, কোচবিহার - রকি আইল্যান্ড- গরুবাথান -লাভা, রিকিসুম -ডেলো -কালিম্পং।
আরও পড়ুন: North Dinajpur: সাইবেরিয়া থেকে কজন 'বিদেশি অতিথি'? গণনা শুরু রায়গঞ্জের কুলিক বনবিতানে
এ ছাড়াও কোচবিহার- রোহিনী- দার্জিলিং এর মতন আটটি প্যাকেজ ট্যুর। পাশাপাশি, শিলিগুড়ি থেকে রয়েছে শিলিগুড়ি -গরুবাথান -- রিকিসুম -ডেলো কালিম্পং। মিরিক- পশুপতি- দার্জিলিং- কার্শিয়াংয়ের মতো ডেস্টিনেশন। কেউ ইচ্ছে করলে কোচবিহারের দোতলা বাসে চেপে শহর ভ্রমণ করতে পারেন পুজোর সময়। সে ক্ষেত্রে ২০০০ টাকায় পুরো বাস ভাড়া পাওয়া যাবে।
কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকেও রয়েছে আটটি প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। খরচ কমিয়ে আয় বাড়ানো হচ্ছে। পর্যটনের মরসুমে প্রতিবছর সবুজের পথে হাতছানি যথেষ্টই সাড়া ফেলে পর্যটকদের মধ্যে। এ বার সেই কথা মাথায় রেখে আরো নতুন নতুন ডেস্টিনেশন যোগ করা হয়েছে এই প্যাকেজ ট্যুরে।
মহালয়া থেকে শুরু সুবজের পথে হাতছানি ট্যুরও
এই প্যাকেজ ট্যুরে যাতায়াত খাওয়া-দাওয়া এবং সাইট সিয়িং-সহ সমস্ত খরচ যুক্ত। কাজেই এখানে পর্যটকদের কোনও অতিরিক্ত খরচ নেই। এর আগেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের এই প্যাকেজ ট্যুর। এ বারও সমান জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে সংস্থা।