(Source: ECI/ABP News/ABP Majha)
North Dinajpur: রায়গঞ্জে রাস্তায় পড়ে ডিজিটাল রেশন কার্ড, তদন্তে পুলিশ
Ration Card: এদিন সকালে রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায় রাস্তার ধার থেকে প্রায় ২০টি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয়।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রায়গঞ্জে রাস্তায় পড়ে ডিজিটাল রেশন কার্ড। রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডে রাস্তা থেকে উদ্ধার হল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড (Ration Card)। কীভাবে রাস্তায় পড়ে রেশন কার্ড? খতিয়ে দেখছে পুলিশ।
রাস্তায় পড়ে ডিজিটাল রেশন কার্ড: রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এই দুর্নীতির তদন্তের মধ্যেই এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মিলল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড। এদিন সকালে রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায় রাস্তার ধার থেকে প্রায় ২০টি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশন (Ration) কার্ডগুলি বাজেয়াপ্ত করে। কোথা থেকে এল এত ডিজিটাল রেশন কার্ড, কেনই বা সেগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।
ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য: এদিকে রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে বালু-বাকিবুর যোগ নিয়ে ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি। ইডি সূত্রে খবর, মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উঠে এসেছে একাধিক তথ্য। জানা গিয়েছে, দিনের পর দিন খাদ্য দফতরে জ্যোতিপ্রিয়র সঙ্গে বৈঠক করতেন বাকিবুর। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র মোবাইল ফোনেও বাকিবুরের সঙ্গে কথা হত। জ্যোতিপ্রিয়র নির্দেশেই রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন বাকিবুর। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি। সূত্রের খবর, রেকর্ড করা হবে সংশ্লিষ্ট রেশন ডিলারদের বয়ান।
রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে।তাতে জ্যোতিপ্রিয় মল্লিকে নাম উঠে আসে। ২০ ঘণ্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর রেশন-দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Arrest)। ইডি সূত্রে খবর, শুধু কনভয়েতে থাকাই নয়, মন্ত্রীর সঙ্গে ধৃত বাকিবুরের ঘনিষ্ঠতা এতটাই ছিল যে বেশ কিছু অনুষ্ঠানেও গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। গতকাল ফের মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে উঠে এসেছে আরও তথ্য। জানা গিয়েছে, অমিত দে-র মোবাইল ফোন ব্যবহার করে বাকিবুরের সঙ্গে কথা হত মন্ত্রীর।
আরও পড়ুন: Ration Scam: জ্যোতিপ্রিয়র কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি! ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য