Raiganj News: TMC-র পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে BJP-র সার্টিফিকেট খেয়ে ফেলার অভিযোগ!
TMC Eating BJP Certificate: বিজেপির দখলে গ্রাম পঞ্চায়েত বোর্ড, প্রধানের সার্টিফিকেটই খাওয়ার অভিযোগ !
উত্তর দিনাজপুর: ব্যালটের পর (Ballot) এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের পেটে বিজেপির সার্টিফিকেট (BJP Certificate) ? হাবড়ার পর এবার রায়গঞ্জে সার্টিফিকেটই ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিজেপির সার্টিফিকেট খাওয়ার অভিযোগ।
তৃণমূল সদস্যের পেটে বিজেপির সার্টিফিকেট ?
১৩ নম্বর কমলাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তোলপাড়। বিজেপির দখলে গ্রাম পঞ্চায়েত বোর্ড, প্রধানের সার্টিফিকেটই খাওয়ার অভিযোগ। ১৭ আসনের গ্রাম পঞ্চায়েতের ৯টি বিজেপির, ৭টি তৃণমূল, ১টি কংগ্রেসের। বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের জয়ের সার্টিফিকেটই খাওয়ার অভিযোগ। কাগজ কী খাওয়ার জিনিস ? অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।
রায়গঞ্জের আগে হাবড়াতেও অবাক করা ঘটনা
মূলত, পঞ্চায়েত ভোটের গণনার মাঝে আচমকাই বাকরুদ্ধ করা কাণ্ড ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনায়। '৪ ভোটে জিতছিলাম', এমনটাই দাবি তুলেছিলেন হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম (CPM) প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। এরই মাঝে অবাক করা ঘটনা ঘটেছিল অশোকনগরে। হার এড়াতে হঠাৎই টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল সেদিন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল সিপিএম
তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থীর দাবি ছিল, 'বিজেপি ভোট গণনায় কারচুপি করার চেষ্টা করছিল, তাই ওঁদের হাত কামড় ধরি। ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ মিথ্যে। আমি ৪৬ ভোটে জিতেছি।'
আরও পড়ুন, 'PSC-তে ২৮ নম্বর ৮২ হয়ে গেল, ভাবা যায় ! ', ক্ষোভপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
পঞ্চায়েত ভোট ঘিরে এবার একের পর এক ভুতুড়ে কাণ্ড
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে এবার একের পর এক অবাক করা ঘটনা ঘটে। কোথায় দেখা যায়, নদীর পাড়ে, রাজনৈতিক দলের প্রতীকি ছাপ দেওয়া ব্যালট পড়ে রয়েছে। কোথাও আবার ব্যালট বাক্সই লোপাট। তবে প্রার্থীর চোখের সামনে দাঁড়িয়েও ছাপ্পা ভোট চলেছে, এবং সেই ঘটনা ভাইরাল ভিডিও উঠে এসেছে। যা নিয়ে বিতর্কের ঝড় কম হয়নি। এর পাশাপাশি আরও ভুতুড়ে কাণ্ড তো রয়েছেই। রাজারহাটের একটি এলাকায় অভিযোগ আরও গুরুতর। সেখানে আবার ভোট বয়কটের বুথেই পড়ে ১০০ শতাংশ ভোট। আর যা নিয়ে ইতিমধ্য়েই মামলা চলছে হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।