Kasba News: প্রাণঘাতী হামলার ঘটনা প্রসঙ্গে দলেরই একাংশকে নিশানা করলেন, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ
ABP Ananda live: তাঁর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায়, রাজ্য় যখন তোলপাড়, তখন এই ঘটনায়, দলেরই একাংশকে নিশানা করলেন, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রশ্ন তুললেন, দক্ষিণ কলকাতার নেতাদের একাংশের ভূমিকা নিয়ে! পাশাপাশি, এই প্রতিবেদনেই আপনাদের দেখাব, ব্য়বসায়ী জুলকার নাইনের প্রসঙ্গ। এই জুলকার কোন দলের, তৃণমূল নাকি বিজেপি? তা নিয়েই তুঙ্গে উঠেছে চাপানউতোর।
শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে, কেউ বলছেন গয়ংগচ্ছ রুটিন। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। কিন্তু তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার পরই কেন পুলিশের ভূমিকা নিয়ে এত সমালোচনা? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। (Susanta Ghosh)
কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই থেকে তৃণমূলেরই একাংশ যেভাবে পুলিশের সমালোচনা করছে, তা আবার কার্যত বিরোধীদেরও হার মানিয়ে দেবে। এর নেপথ্য়ে তৃণমূলের অন্দরের সমীকরণ আছে কি না, তা নিয়ে জল্পনার মধ্য়েই বিরোধীরা প্রশ্ন করছেন। (TMC News)