(Source: ECI/ABP News/ABP Majha)
North Dinajpur News: ২১টি পুকুর চুরির অভিযোগ, কাঠগড়ায় খোদ মন্ত্রী-পত্নী
Raiganj News: একশো দিনের কাজের প্রকল্পে ২১টি পুকুর খননের টাকা আত্মসাতের অভিযোগ। তদন্তে করতে গিয়ে গ্রামবাসীদের একাংশের তাড়া খেয়ে পালালেন সরকারি আধিকারিকরা।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: একটি, দুটি নয় ২১টি পুকুর চুরির অভিযোগ মন্ত্রী-পত্নীর বিরুদ্ধে। রায়গঞ্জের (Raiganj News) জগদীশপুরে ২১টি পুকুর খননের নামে টাকা আত্মসাতের অভিযোগ। কাঠগড়ায় মন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না বর্মন। ঘটনার তদন্তে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন সরকারি আধিকারিকরা। গাড়ি ফেলে এলাকা থেকে পালালেন অফিসাররা। মন্ত্রী-ঘনিষ্ঠদের কথায় ঠিক জায়গায় না গিয়ে অন্য জায়গায় তদন্তের অভিযোগ।যদিও আধিকারিকদের দাবি, ঠিক জায়গাতেই তদন্ত করছিলেন তাঁরা।
পুকুর চুরির অভিযোগ মন্ত্রী-পত্নীর বিরুদ্ধে: একশো দিনের কাজের প্রকল্পে ২১টি পুকুর খননের টাকা আত্মসাতের অভিযোগ। তদন্তে করতে গিয়ে গ্রামবাসীদের একাংশের তাড়া খেয়ে পালালেন সরকারি আধিকারিকরা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জের জগদীশপুরের খাড়ি সরিয়াবাদ এলাকায়। ২০১৮ সালের গ্রাম পঞ্চায়েত ভোটে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না বর্মন।অভিযোগ, তিনি খাড়ি সরিয়াবাদ মৌজা সহ বেশ কিছু এলাকায় একশো দিনের প্রকল্পে ২১ টি পুকুর খননের টাকা আত্মসাৎ করেছেন। পুকুর না কেটে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই গ্রামেরই বাসিন্দা আসগর আলি। আদালতের নির্দেশে তদন্তে গিয়েছিলেন ব্লক অফিসের সরকারি আধিকারিকরা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, মন্ত্রী-ঘনিষ্ঠ লোকেদের কথামতো আসল জায়গায় না গিয়ে, অন্য় জায়গায় তদন্ত করছিলেন সরকারি আধিকারকরা। তারই প্রতিবাদ করেছিলেন তাঁরা। অন্যদিকে, রায়গঞ্জ বিডিও অফিসের আধিকারিকের দাবি, ঠিক জায়গাতেই তদন্ত করছিলেন তাঁরা। গ্রামবাসীরা বিক্ষোভ কেন দেখালেন তা জানা নেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, গাড়ি ফেলে রেখেই এলাকা ছে়ড়ে চলে যেতে হয় সরকারি আধিকারিকদের। পুলিশের সহায়তায় শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছন তাঁরা।
এদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর এবার সামনে আসছে একের পর এক সমবায় দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর। গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৬ জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়। ২৭ জুন সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যেই ২৪ অগাস্ট থেকে ওই সমবায়ে স্পেশাল অডিট শুরু হয়েছে। তবে টাকা কবে পাবেন, আদৌ পাবেন কি না, তা নিয়ে সংশয়ে সমবায় সমিতির গ্রাহকরা। আলিপুরদুয়ার ও সোনারপুরের ঘটনা ভয় ধরিয়েছে সিঙ্গুরের এই সমবায় সমিতির গ্রাহকদের।
আরও পড়ুন: North 24 Parganas Weather: সকাল থেকে রোদ ঝলমলে আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়