National Highway: বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ, জারি বিজ্ঞপ্তি
বালিভাষা টোল প্লাজায় (Toll Plaza)জারি হয়েছে বিজ্ঞপ্তি। ছোট গাড়ি ৮০ থেকে বেড়ে হল ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাড়ল জাতীয় সড়কে (National Highway) যাতায়াতের খরচ। খড়গপুর (Kharagpur) থেকে ঝাড়গ্রামের (Jhargram) চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ানো হল টোল ট্যাক্স (Toll Tax)। বালিভাষা টোল প্লাজায় (Toll Plaza)জারি হয়েছে বিজ্ঞপ্তি। ছোট গাড়ি ৮০ থেকে বেড়ে হল ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এর প্রেক্ষিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে (National Highway) টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ: আগামীকাল, বৃহস্পতিবার থেকে ৬ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বালিভাষা টোল প্লাজায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স। ছোট গাড়ির ক্ষেত্রে ৮০ টাকার বদলে এবার থেকে গুনতে হবে ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই খরচ বাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের। সবমিলিয়ে, এই পরিস্থিতিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
বদলে যাচ্ছে নিয়ম: চলতি বছর মার্চ মাসে জাতীয় সড়কে টোল প্লাজা নিয়ে নতুন 'ঘোষণা' করে সরকার। বলা হয়, এবার থেকে ন্যাশনাল হাইওয়েতে ৬০ কিলোমিটারের মধ্যে থাকবে না দুটি টোল প্লাজা। দুটি টোল প্লাজা না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আাগামী তিন মাসের মধ্যে জাতীয় সড়কে ৬০ কিলোমিটারের মধ্যে দুটি টোল প্লাজা থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। লোকসভার এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, সরকার টোল প্লাজার কাছাকাছি বসবাসকারী আধার কার্ড রয়েছে এমন স্থানীয়দের পাস দেওয়ার কথা বিবেচনা করছে।
আরও পড়ুন: West Burdwan News: রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ, ভেঙে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ