NRS Medical and Hospital: বাঁচল শিশুর প্রাণ, জটিল অস্ত্রোপচারে সাফল্য এনআরএস হাসপাতালে
NRS Medical and Hospital: খেলনা বন্দুকের স্প্রিং ও ধাতব অংশ গিলে ফেলেছিল ৪ বছরের শিশু। তৈরি হয় প্রাণসংশয়ের আশঙ্কা। শেষপর্যন্ত সরকারি হাসপাতালে (Government Hospital) দ্রুততার সঙ্গে হল অপারেশন।
আবির দত্ত, কলকাতা: ফের কলকাতার এনআরএস হাসপাতালে (NRS Medical and Hospital) মুকুটে জুড়ল সাফল্যের পালক। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Medical and Hospital) জটিল অস্ত্রোপচারে (Complicated Surgery) মিলল সাফল্য। শিশুর খাদ্যনালী থেকে খেলনা বন্দুকের স্প্রিং (Spring) ও ধাতব অংশ বের করলেন চিকিৎসকরা (Doctors)। এক হাসপাতাল ঘুরে এনআরএসে আস শিশু। মাত্র এক ঘণ্টাতেই হল সফল অপারেশন (Operation)। হাঁফ ছেড়ে বাঁচল পরিবার।
খেলাচ্ছলে বিপত্তি। খেলনা বন্দুকের স্প্রিং ও ধাতব অংশ গিলে ফেলেছিল ৪ বছরের শিশু। তৈরি হয় প্রাণসংশয়ের আশঙ্কা। শেষপর্যন্ত সরকারি হাসপাতালে (Government Hospital) দ্রুততার সঙ্গে হল অপারেশন। NRS-হাসপাতালে এক ঘণ্টার মধ্যে শিশুর খাদ্যনালী থেকে বের হল ধাতব বস্তু। পরিবার সূত্রে জানা গেছে শনিবার সকালে, ৪ বছরের শিশু খেলনা বন্দুকের স্প্রিং ও ধাতব অংশ গিলে ফেলে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পিয়ালির ওই একরত্তিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এক্সরেতে (X-Ray) দেখা যায় খাদ্যনালীতে আটকে রয়েছে স্প্রিং ও ধাতব অংশ। এরপর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Chittaranjan National Medical College) হয়ে বিকেলে আনা হয় এনআরএসে (NRS Medical and Hospital)।
শিশুর মা জানান, "সকাল সাড়ে আটটায় পিস্তল ভেবে খেয়ে ফেলে আমাকে জানায়। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।'' এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের (NRS Medical and Hospital) ইএনটি বিভাগের (ENT Department) চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা দেখি খাদ্যনালীতে আটকে আছে। esophagoscopyর মাধ্যমে চিহ্নিত করা হয়। আঘাত পেলে সমস্যা হতে পারত। তত দেরি হবে তত সমস্যা।‘’ এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের (NRS Medical and Hospital) সূত্রে খবর, জটিল অস্ত্রোপচারের (Complicated Surgery) পর সুস্থ আছে শিশুটি। কয়েকদিন পর তাকে ছেড়ে দেওয়া হবে।