Suvendu Adhikari: 'এভাবে কোনও রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না..' !
Suvendu Attacks Mamata On OBC : OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে, মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।

ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে, মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বললেন,'একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। যদিও ব্রাত্য় বসুর বক্তব্য়, খুব শীঘ্রই এই জট কেটে যাবে। এই ধরনের অভিযোগ আসলে কেস টু কেস বিচার করে দেখা হবে। সুপ্রিম কোর্টে OBC সার্টিফিকেট মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।' বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।
ওবিসি শংসাপত্র ইস্য়ুতে শুরু থেকেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুসলিম তোষণের রাজনীতি দেখছে বিজেপি। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে গত বছর ২২ মে, ২০১০ সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল সরকার। গত ১৮ই মার্চ সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানে, OBC কারা, তা যাচাই করতে নতুন করে সমীক্ষা করা হচ্ছে, এই কথা জানিয়ে ৩ মাসের সময় চায় রাজ্য় সরকার। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন, প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাত ৮ টায় বাড়ির বাইরে পা, আচমকাই ফোন অফ যুবকের !..
শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্টে একটি মামলা হয়। কারণ, এই তালিকা জাতীয় OBC কমিশন দ্বারা অনুমোদিত নয়। এভাবে কোনও একটি রাজ্য় রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। সে SC হতে পারে, ST হতে পারে, OBC হতে পারে.. সরকারটা সমগ্র OBC সমাজের কথা ভেবে কাজ করছে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, ওবিসি রোস্টার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে। আশা করছি খুব শীঘ্রই জট কেটে যাবে। এই ধরনের অভিযোগ আসলে কেস টু কেস আমরা বিচার করব। এই বিষয় নিয়ে জেনারেলি কোন পলিসি নেওয়া যায় কিনা, সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। সুপ্রিম কোর্টে OBC সার্টিফিকেট মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে।























