Abhishek Banerjee: মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, দিলীপকে তীব্র আক্রমণ অভিষেকের
Abhishek Banerjee Attack Dilip Ghosh: একটি জাতীয় সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে দিলীপ ঘোষের করা এক মন্তব্যও জোর বিতর্কের সূত্রপাত করেছে।
আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে জোর বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ট্যুইট করে বলেন, আপত্তিকর মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতার করা উচিত। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি (BJP)।
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিলীপের: মা কালী সম্পর্কে মহুয়া মৈত্রের (Mohua Moitra) মন্তব্য ঘিরে যখন সরব বিজেপি (BJP)। তখন একটি জাতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে দিলীপ ঘোষের করা এক মন্তব্যও জোর বিতর্কের সূত্রপাত করেছে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের কড়া প্রতিবাদ করে বুধবার ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ট্যাগ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “আপত্তিকর এই মন্তব্যের জন্য গ্রেফতার করা উচিত। এভাবেই বিজেপির নেতারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) আক্রমণ করেন? দিলীপ ঘোষের (Dilip Ghosh) মত রাজনৈতিক নেতাদের কাঁদা ছোড়াছুড়ি চলছেই। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কী প্রতিক্রিয়া তৃণমূল এবং বিজেপির? এবিষয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “দিলীপ ঘোষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এই ধরণের মন্তব্য নিন্দনীয়।’’ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) দাবি, “এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ক্ষমা চাইতে হবে।’’ বিজেপির রাজ্য সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, “দিলীপ দা কী বলেছেন জানি না, মমতা এই সব বক্তব্য নিয়ে তাঁর দলের লোকরাই কনফিউজড, এখন দেখবেন না বাংলার মেয়ে ব্যানার, কার ওর দলের লোকেরাই কনফিউজড।’’ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে দিলীপ ঘোষের করা মন্তব্য ঘিরেও এখন তুঙ্গে বিতর্ক (Controversy)।
আরও পড়ুন: Nabanna Meeting: 'পাহাড় বাংলার সঙ্গেই আছে,' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বার্তা অনীত থাপার