Nadia: নদিয়া থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়
Nadia News: মৃতার বাড়ি কল্যাণীর সগুনা উত্তরপাড়ায়। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে, ওই বৃদ্ধা মানসিক অবসাদে ভুগতেন। এবং সেই কারণে হয়তো তিনি আত্মঘাতী হয়েছেন।
সুজিত মণ্ডল, নদিয়া: ঝুলন্ত দেহ মিলল (Body Recovered) নদিয়ার (Nadia) কল্যাণী থানা এলাকায়। বৃদ্ধার (old lady) দেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল।
বৃদ্ধার ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য
নদিয়ার কল্যাণী থানার সগুনা শান্তিনগর এলাকার ঘটনা। সেখান থেকে উদ্ধার হল এক বৃদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আজ অর্থাৎ শুক্রবার সকালে বাড়ির পাশে বাগানের (garden) মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর দেহ প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার নাম পদ্মা মল্লিক। বয়স আশির কাছাকাছি। মৃতার বাড়ি কল্যাণীর সগুনা উত্তরপাড়ায়। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে, ওই বৃদ্ধা মানসিক অবসাদে ভুগতেন। এবং সেই কারণে হয়তো তিনি আত্মঘাতী (Suicide) হয়েছেন। কল্যাণী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত (investigation) শুরু করেছেন।
আরও পড়ুন: Kolkata: মোবাইল টাওয়ার বসানো ও বন্ধ বিমা নতুন করে চালু করার টোপ দিয়ে প্রতারণা
দক্ষিণ ২৪ পরগণা থেকে দেহ উদ্ধার
অন্যদিকে কুমারগঞ্জে (Kumarganj) এক মহিলার দেহ উদ্ধারকে (body recovered) ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ৮টা নাগাদ কুমারগঞ্জ থানার (Kumarganj Police Station) সোমজিয়ায় রাস্তার পাশে ঝোপের ধারে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ওই মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি দক্ষিণ দিনাজপুরে ফিরছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।পুলিশ সূত্রে খবর, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার সত্ ভাইকে আটক করা হয়েছে।