Online Exam: অনলাইনে পরীক্ষা, তাই মোবাইল ফোন-বই দেখে অবাধে নকল পরীক্ষার্থীদের!
Online Exam Purulia College: পরীক্ষা দিতে গিয়েই বই-মোবাইল দেখে দেদার নকল করে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা।
পুরুলিয়া: পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের তৃতীয় বর্ষের অনলাইন পরীক্ষায় নকল। মোবাইল ফোন ও বই দেখে অবাধ নকল পরীক্ষার্থীদের। কলেজের পাশের মাঠেই খোলা জায়গায় অনলাইন পরীক্ষায় নকল। পুরুলিয়া রঘুনাথপুর কলেজ কর্তৃপক্ষের তরফে অবশ্য জানান হয়েছে, ‘সময়ে খাতা জমা দিয়ে অসুবিধে হতে পারে। তাই দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা এসে কলেজের পাশে পরীক্ষা দিচ্ছেন। অনলাইন পরীক্ষার ক্ষেত্রে এমন ত্রুটি থাকতেই পারে’।
দেখা গিয়েছে, কোথাও মাঠে বসে, কোথাও পাথরের উপর বসে, কোথাও মাঠের গ্যালারিতে, কোথাও আবার গাছতলায় জটলা বেঁধে বিভিন্ন বিষয়ের পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। দুপুর দুটোর মধ্যে দিতে হবে খাতা জমা। তাই বিভিন্ন সমস্যা থাকায় মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন তাঁরা। আর সেই কাজ করতে গিয়েই বই-মোবাইল দেখে দেদার নকল করে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা।
এদিকে, স্কুল কলেজ খোলার দাবিতে এবার সরব হলেন অধ্যাপকরা। রবীন্দ্র ভারতীর বিটি রোড ক্যাম্পাসে আজ অধ্যাপকরা সোচ্চারে স্কুল, কলেজ খোলার দাবি জানান। তাঁদের দাবি, এইভাবে স্কুল কলেজ বন্ধ থাকলে পঠন পাঠনের ক্ষতি হচ্ছে। উপাচার্যের কাছে ডেপুটেশনও দেন তাঁরা।
অন্যদিকে, অভিনব উপায়ে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি জানালেন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। আজ সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন সেন্ট পিটার্স স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। পথচারীদের তাঁরা মাস্ক পরতে বলেন। মাস্ক বিলিও করা হয়। তাঁদের যুক্তি, মাস্ক পরলে করোনা কমবে, তাহলেই খুলবে স্কুল। দুর্গাপুর পুরসভার মেয়রও এই কর্মসূচির সময় উপস্থিত ছিলেন। স্কুল খোলার দাবিতে মালদার চাঁচলেও ছাত্র বিক্ষোভ। স্কুল খোলার দাবিতে ৮১ নম্বর জাতীয় সড়কে অবস্থান-বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।
অন্যদিকে , স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে সময় চাইল রাজ্য। কলকাতা হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট