Bangladesh News: শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা | কীভাবে ভারতে অনুপ্রবেশ ? জানতে চায় পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। স্টেশন চত্বরে ঘোরাফেরা করায় সন্দেহ পুলিশের। দেখাতে পারেননি কোনও বৈধ পরিচয়পত্র, পাসপোর্ট। জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশি বলে দাবি মহিলার। ৩ দিন আগে শিয়ালদায় আসেন বলে পুলিশের কাছে দাবি ওই মহিলার। কীভাবে ভারতে অনুপ্রবেশ তা জানার চেষ্টায় পুলিশ। কোন পথ দিয়ে অনুপ্রবেশ, কাদের সাহায্যে অনুপ্রবেশ, ধৃতকে জিজ্ঞাসাবাদ লালবাজারের। আজ মহিলাকে আদালতে পেশ করা হবে।
আরও খবর..
মালদায় তৃণমূল নেতা খুনের ৩দিন, এখনও অধরা আরও ২ অভিযুক্ত। ২ অভিযুক্তের হদিশ পেতে পুরস্কার ঘোষণা মালদা জেলা পুলিশের। কৃষ্ণা রজক ও বাবলু যাদবের সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। রাজনৈতিক ফায়দার জন্যই খুন, দাবি পরিবারের। কে সেই বড় মাথা? উত্তর খুঁজছে পুলিশ।
পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান।