I.N.D.I.A Alliance: বুধবার বৈঠকে I.N.D.I.A, তৃণমূল থাকবে? এখনও ধোঁয়াশা
TMC: সোমবার পর্যন্ত বৈঠক নিয়ে তৃণমূলের কাছে কোনও চিঠি আসেনি বলে দলের সূত্রের খবর।
কলকাতা: পরশু 'ইন্ডিয়া' ( I.N.D.I.A) জোটের বৈঠক। কিন্তু সেখানে কি যাবে তৃণমূল? তা নিয়ে এখনও ধোঁয়াশা রইল। বুধবার বৈঠক হলেও সেই ব্যাপারে সোমবার পর্যন্ত তৃণমূল কিছুই জানে না বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল সূত্রের খবর, দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠকের জন্য এখনও মল্লিকার্জুন খাড়গের চিঠি আসেনি। এরই মধ্যে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কার্শিয়াঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে পরশুদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। ফলে শেষ মুহূর্তে যদি মল্লিকার্জুন খাড়গে চিঠি আসে, তাহলেও তৃণমূলের কেউ যাবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রবিবার ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের (Opposition Meeting) প্রস্ততি বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লিতে হবে ইন্ডিয়া জোটের সেই বৈঠক। কিন্তু তৃণমূল কি বৈঠকে অনুপস্থিত থাকবে? মমতা বলেন, 'আমি জানি না। আমাকে কেউ কোনও চিঠি দেয়নি, জানায়নি, এখন যদি বলে কী করে যাব।' ANI-এর প্রশ্নের উত্তরে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, '৬ তারিখ ইনফরমাল মিটিং ডেকেছেন খাড়গে। আনুষ্ঠানিক বৈঠক পরে ডাকা হবে।' মমতা চিঠি পাননি বলেছেন, এমন প্রশ্নে জয়রাম (Jairam Ramesh) বলেন,'কথা বলে নেব, যখন ফর্মাল বৈঠক হবে।'
রবিবারই ৩ রাজ্যে বিরোধীদের ধূলিসাৎ করে মসনদ দখল করেছে বিজেপি। মধ্যপ্রদেশ হাতে রাখাই শুধু নয়, কংগ্রেসের থেকে ছত্তীসগঢ়, রাজস্থানও ছিনিয়ে নিয়েছে পদ্মশিবির। এই পরিস্থিতিতে I.N.D.I.A- জোটের মধ্যেই শোনা গিয়েছে কটাক্ষের সুর। ৩ রাজ্যে পরাজয়ের জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এটা কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটির জন্যই বিজেপি এই জয় পেয়েছে। একই সুরে কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার মধ্যেই সামনে এল জোটের বৈঠকে উপস্থিত থাকা নিয়ে সংশয়ের ছবি।
গোবলয়ের ৩ রাজ্যের সেমিফাইনালে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে শোচনীয়ভাবে হেরেছে কংগ্রেস। এরপরই দলের দিল্লির সদর দফতর থেকে কংগ্রেসকে তুলোধনা করেছেন নরেন্দ্র মোদি। আর অন্য়দিকে এই ফলাফলের জন্য 'I.N.D.I.A' জোটের প্রধান শরিক কংগ্রেসকেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় কংগ্রেসের 'একলা চলো' নীতি। ৩ রাজ্যে ভোট শতাংশের নিরিখে দেখলে, ৪২ শতাংশ ভোট বিজেপি পেয়েছে। ৩৯ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। আর ১২ শতাংশ ভোট কেটেছে জোটের প্রার্থীরাই, এই জন্য শুধু রাজস্থানে, বিজেপি ৭০টি আসনে জিতে গিয়েছে, এমনটাই মত মমতার। তিনি বলেন, 'আমি মনে করি, সমাঝোতা ঠিকঠাক হলে, ২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসবে না। ইন্ডিয়া জোট আগামী দিনে একসঙ্গে কাজ করবে। ভুল শুধরে নিয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটে একসঙ্গে লড়াই হবে।' তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'পরাজিতেরা ভুল শুধরে নিন। আমাদের হাতে সময় অনেক কম। সময় অপচয় না করে সকলের একসঙ্গে কাজ করা উচিত। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ আত্মতুষ্টিতে ভুগছেন। যোগ্যদের সুযোগ না দিয়ে প্রচারের আলোয় থাকতে চাইছেন কেউ কেউ। এ ক্ষেত্রে যোগ্যদের সুযোগ করে দেওয়া উচিত।'
এর পাল্টা তোপ দেগেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা ও ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি বলেন, 'যখন কর্ণাটকে জিতেছিলাম তখন কি বলেছিল কিছু? আর যখন হেরেছি, তখন মোদিও জ্ঞান দিচ্ছে, দিদিও জ্ঞান দিচ্ছে। সব জ্ঞানদাতা হয়ে গিয়েছে।' তাঁর দাবি, 'কংগ্রেসের কীভাবে চলা উচিত, কংগ্রেস নিজে নিশ্চয়ই বুঝবে। কোনও ভাল পরামর্শ থাকলে নিশ্চয়ই কংগ্রেস গ্রহণ করবে।'
আরও পড়ুন: 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই বেশি চিল্লাচ্ছে', কটাক্ষ অভিষেকের