Conference on Parkinson: ভারতে প্রথমবার আয়োজন, ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে শুরু পারকিনসন্স নিয়ে বিশেষ সম্মেলন
কীভাবে নতুন পদ্ধতিতে পারকিনসন্স রোগের চিকিৎসা করা যায়? এই রোগের প্রভাব কীভাবে কমানো যায়? কীভাবে আরও সফলভাবে চিকিৎসা সম্ভব? এই সব বিষয় নিয়েই আলোচনা চলবে ৩ দিন।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে শুরু হল পারকিনসন্স নিয়ে বিশেষ সম্মেলন। চলবে তিনদিন ধরে। সম্মেলনে অংশ নিয়েছেন ৩২ টি দেশের প্রতিনিধি। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশেই বাড়ছে পারকিনসন্স আক্রান্ত রোগীর সংখ্যা। এই প্রেক্ষাপটে কলকাতায় প্রথমবার আয়োজন করা হল এশিয়া ওসিয়ানিয়া পারকিনসন্স অ্যান্ড মুভমেন্ট ডিসঅর্ডার কনফারেন্সের। শনিবার কলকাতার ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে এশিয়া ও ওসিয়ানিয়ান পারকিনসন্স সংক্রান্ত সংস্থা ও ভারতের মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে এই সম্মেলন। আয়োজকদের দাবি, শুধু কলকাতা নয়, এরকম কনফারেন্স প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ভারতে।
আলোচনায় অংশ নিয়েছেন ৩২ টি দেশের ৬৬১ জন প্রতিনিধি। তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, গবেষক থেকে শুরু করে পড়ুয়ারা। কীভাবে নতুন পদ্ধতিতে পারকিনসন্স রোগের চিকিৎসা করা যায়? এই রোগের প্রভাব কীভাবে কমানো যায়? কীভাবে আরও সফলভাবে চিকিৎসা সম্ভব? এই সব বিষয় নিয়েই আলোচনা চলবে ৩ দিন। কোভিডের সময় পারকিনসন্স রোগের চিকিৎসা অনেকটা ব্যাহত হয়েছে। সেই বিষয়েও আলোচনা হবে এই কনফারেন্সে।