India Vs Pakistan: চাচা আপন প্রাণ বাঁচা, ভারতের ভয়ে কুঁকড়ে জুনিয়রদের পরামর্শ পাক কমান্ডারের, লুকিয়েছিলেন মসজিদে
Pakistan News : জুনিয়র অফিসারদের কমান্ডার বলেন, ওসব পরে হবে, কিন্তু আগে তোমাদের জীবন বাঁচাও।

পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার বীর বিক্রম দেখেছে গোটা বিশ্ব। ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাওঁতে ধর্ম বেছে বেছে নিরীহ পর্যটকদের উপর গুলিবর্ষণ করে পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। তার জবাবে প্রথমে ভারত কূটনৈতিক স্ট্রাইক করে। তারপর অপারেশন সিঁদুরে দুর্মুশ করে দেয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া একের পর এক সন্ত্রাসবাদী আস্তানা। অপারেশন সিঁদুরে ভারতও বেছে বেছে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে শুধুমাত্র সন্ত্রাসী শিবিরগুলিকেই লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালায়। তারপর পাকিস্তান যখন ড্রোন, গোলা , গুলি, মিসাইল হামলার চেষ্টা করে, তখন পাকিস্তান সেনার একের পর এক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। ভারতের এই বিক্রমে পাকিস্তান ধুঁকতে শুরু করে।
সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনীর সূত্রের খবর, ভারতের দাপটে এতটাই ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তান যে, পাকিস্তানের ৭৫তম পদাতিক ব্রিগেডের একজন কমান্ডার তো তার নিজের দেশের সঙ্কটের সময় স্টেশনে যেতেই রাজি হয়নি। intercepted communication মারফত এই তথ্য জেনেছে ভারতীয় সেনা।
'অফিস কিছুক্ষণ পরে খুলবে, কিন্তু আগে তোমাদের জীবন বাঁচাও'
জুনিয়র অফিসাররা যখন অভিযান পুনরায় শুরু করার জন্য কমান্ডারের সাথে যোগাযোগ করে, তখন তিনি খুব শান্তভাবে উত্তর দেন, বলেন যে ওসব পরে হবে, কিন্তু আগে তোমাদের জীবন বাঁচাও।
আরও জানা গিয়েছে যে, ওই পাকিস্তানি সেনা কমান্ডার একটি মসজিদে আশ্রয় নেন। সেনা বাহিনী একটি সূত্র মারফত আরও জানতে পেরেছে যে, কমান্ডার পালিয়ে গিয়ে কাছের একটি মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন। তখন তার জুনিয়র অফিসারকে বলতে শোনা যায়, 'আমাদের কমান্ডার সাহেব অনেক কষ্টে পালিয়ে এসেছেন এবং তিনি একটি মসজিদে নামাজ পড়ছেন। তিনি বাকি সৈন্যদের পাঠিয়েছেন, পরিস্থিতি একটু শান্ত হলে তারা ফিরে আসবে।'
অপারেশন সিঁদুরে ভারত কোনও পাকিস্তানের কোনও সাধারণ মানুষকেই আঘাত করেনি। কেবলমাত্র পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানাগুলিকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তান ভারতের সাধারণ মানুষকেই টার্গিট করে আসছে শুরু থেকে। ক্রমাগত সীমান্তে গোলাবর্ষণ করে। ড্রোন নিয়ে জনবসতিতে হানা দেওয়ার চেষ্টা করে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। আর তখনই পাক সেনাদের তাবড় অফিসারদেরও লেজ গুটিয়ে পালানোর উপক্রম হয়। তাদের তখন অন্যদের প্রতি উপদেশ ছিল, চাচা আপম প্রাণ বাঁচা।






















