Panagarh News: পানাগড়রকাণ্ডে মেয়ের মৃত্যু নিয়ে এবার ইভিটিজিংয়ের অভিযোগ দায়ের
Panagarh Lady Death Case: পানাগড়কাণ্ডে এবার চন্দননগর থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়ের

পশ্চিম বর্ধমান: পানাগড়কাণ্ডে এবার চন্দননগর থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়ের। ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। মেয়ের মৃত্যু নিয়ে এবার চন্দননগর থানায় ইভিটিজিংয়ের অভিযোগ দায়ের।
অন্ডাল থেকে গ্রেফতারির পর, পানাগড়কাণ্ডে, শুক্রবারই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল ধৃত বাবলু যাদবকে। পুলিশের তরফে ৭ দিনের হেফাজতের আর্জি থাকলেও, বাবলু যাদবকে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আগামী সোমবার ফের বাবলু যাদবকে পেশ করা হবে আদালতে। নিহত সুতন্দ্রার মা বলেছিলেন গাড়িতে তো আর তিনি একা ছিলেন না, আরও যাঁরা ছিলেন, তাদেরও গ্রেফতার করা হোক। মানে ধরা হোক, ধরে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হোক। যেমন এই গাড়িতে যারা রয়েছেন ৪ জন, তাদেরকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওই গাড়ির যাঁরা সবাই ছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক।
সন্দেহ এখনও আপনার আছে? এবিপি আনন্দ-এর প্রশ্নের উত্তরে নিহত সুতন্দ্রার মা বলেছিলেন একদম। পুরো সন্দেহ। সন্দেহ আমার একটুও যায়নি। আমি বললাম, ৯ জন, যে কজন আছে এখনও পর্যন্ত জীবিত, প্রত্যেককেই আমি সন্দেহ করছি।' পানাগড়কাণ্ডে, ৩ দিন পর পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে পুলিশের জালে ধরা পড়েন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব।
জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ! পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মৃত্য়ু হয় তরুণীর। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পিছু ধাওয়া! কটূক্তি, অশালীন ইঙ্গিত! গাড়িতে পরপর ধাক্কা! দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, প্রাণটাই চলে গেল ২৭ বছরের তরুণীর। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। ফের খালি হয়ে গেল এক মায়ের কোল। নিহত তরুণীর মা বলেছেন, দোষীদের একদম অবশ্য়ই শাস্তি চাইছি। আমার স্বামী এই ৮ মাস হল মারা গেছেন। তার মধ্য়ে এই ঘটনা। আমি অবশ্য়ই শাস্তি চাই।
চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজ, ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা। অভিযোগ, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় এই সাদা গাড়িটি... অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন।
আরও পড়ুন, রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন ! ভিতরে ঢুকে আগুন লাগাল কারা ?
গাড়ির চালক রাজদেও শর্মা বলেন, 'পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, ম্য়াডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরই, একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা... এঁর ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল। ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে।' সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষকৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়।'






















