Panagarh Incident News: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব
Chandannagar News: হাইওয়েতে গাড়ি থেকে কটূক্তি, তার জেরে পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ। এবার গ্রেফতার মূল অভিযুক্ত।

কলকাতা: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। তরুণী মৃত্যুর ৪ দিনের মাথায় গ্রেফতার করা হল। ঘটনার দিন সাদা গাড়ি চালাচ্ছিলেন বাবলু। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট আগেই জানিয়েছিল রেষারেষির জেরে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছিল।
কী ঘটেছিল পানাগড়ে?
দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, ২৭ বছরের তরুণীর প্রাণটাই চলে গিয়েছে অভিযোগ। ফের খালি হয়ে গিয়েছে এক মায়ের কোল। চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজে দেখা যায়, গাড়ির সামনের সিটেই ছিলেন তরুণী। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় একটি সাদা গাড়ি। অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন।
সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীরা অভিযোগ করেন বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষ্কৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়। গাড়ি চালকের দাবি, বাঁচতে সার্ভিস লেন ধরেন তিনি। অভিযোগ, তখন আবার পিছন দিক থেকে তাদের ধাক্কা মারে দুষ্কৃতীদের গাড়ি। তাতেই একটি চায়ের দোকানে ধাক্কা মেরে, উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় সামনের সিটে বসা, ২৭ বছরের সুতন্দ্রার।
এদিকে এর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী দাবি করে, রেষারেষির জেরে দুর্ঘটনার ফলেই গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর। ইভটিজিংয়ের কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, "এখানে কোনও ইভটিজিং-এর কোনও ঘটনা হয়নি। কোনও ইভটিজিং-এর কোনও ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দু'টো গাড়ির মধ্যে এটা বলতে পারেন কী ওভারটেক করার মধ্যে একটা ঘটনা শুরু হয়েছিল।'' বুধবার বাবলু যাদবের খোঁজ করতে বেশ কয়েকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মৃতার মায়ের দাবি, বাবলু যাদবের সঙ্গে সেই রাতে গাড়িতে যাঁরা ছিলেন তাঁদেরও গ্রেফতার করুক পুলিশ।
আরও পড়ুন: Mamata Banerjee: 'কোনও ছুটি বাতিল হয়নি...মিথ্যে কথা,' বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে সরব মমতা






















