SIR Row: ২০০২ সালের ভোটার তালিকায় প্রদীপ করের নাম, পানিহাটির ঘটনায় দাবি বিজেপি-র, তৃণমূল বলল..
Panihati Case:

সমীরণ পাল, পানিহাটি: পানিহাটিতে NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে। সেই ঘটনায় এবার না মোড়। ২০০২ সালের একটি ভোটার তালিকা সামনে আনল বিজেপি। সেই তালিকায় মৃত প্রদীপ করের নাম রয়েছে বলে দেখা যাচ্ছে। বিজেপি-র দেওয়া বিধানসভার ৮৩ নম্বর পার্টের তালিকায় ১৬ নম্বরে প্রদীপ করের নাম রয়েছে। (Panihati Case)
বাংলায় SIR শুরু হতেই প্রদীপের মৃত্যু নিয়ে তরজা শুরু হয়েছে। ৫৭ বছরের প্রদীপ NRC নিয়ে আতঙ্কে ছিলেন, সুইসাইড নোটে সেকথা লিখে আত্মঘাতী হন বলে জানা যায়। মৃতের পরিবারও NRC আতঙ্কের কথা তুলে ধরেন, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বও সরব হন সেই নিয়ে। বুধবার পানিহাটিতে ওই পরিবারের সঙ্গে দেখাও করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (SIR in West Bengal)
সেই আবহেই বিজেপি-র তরফে ২০০২ সালের ভোটার তালিকা বলে একটি নথি প্রকাশ করা হয়েছে, যাতে প্রদীপের নাম চোখে পড়ছে। ভোটার তালিকায় যেখানে নাম রয়েছে, সেক্ষেত্রে NRC আতঙ্কে আত্মঘাতী হবেন কেন, প্রশ্ন উঠছে। যদিও প্রদীপের সুইসাইন নোটে লেখা ছিল, NRC-র কারণে আত্মঘাতী হচ্ছেন। দেশভাগের যন্ত্রণার উল্লেখ রয়েছে, ১৯৭১ সালে উদ্বাস্তু হিসেবে চলে আসেন তিনি। জন্মের শংসাপত্র, জমির দলিল ছিল না বলে আতঙ্ক প্রকাশ পেয়েছে ডায়েরিতে। পুলিশও জানায়, NRC আতঙ্কেই চরম সিদ্ধান্ত নেন প্রদীপ।
সেই পরিস্থিতিতেই ২০০২ সালের ভোটার তালিকা বলে ওই নথি প্রকাশ করে বিজেপি। দলের নেতা সজল ঘোষের বক্তব্য, "জীবনে যারে তুমি দাওনি কো মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল... ভদ্রলোক ভাবতে পারেননি মরে গিয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবেন। তৃণমূল যে শকুনেরও অধম, তারাও মৃতদেহ কাড়াকাড়ি করে না। পরিষ্কার হয়ে গিয়েছে, এর সঙ্গে NRC, SIR-র কোনও যোগসূত্র থাকার কথা নয়। কারণ ২০০২ সাল থেকে ভোটার তালিকায় ক্রমান্বয়ে নাম রয়েছে ওঁর। লাশকাটা ঘরের সামনে দাঁড়িয়ে থাকুন, মৃতদেহ পেয়ে যাবেন। এই নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গকে আরও অধঃপতনের দিকে নিয়ে যাবে, আরও মানুষের প্রাণ যাবে। এসবের দায় তৃণমূলের। তারা মানুষকে যে ভয় দেখাচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি করছে, রুখে দাঁড়ানো ছাড়া পথ নেই।"
যদিও তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলার ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সজলের যুক্তি খারিজ করেছেন। তাঁর বক্তব্য, "সহজ কথা হচ্ছে, ২০০২ সালের তালিকায় নাম থাকা, বা না থাকা প্রশ্ন সেটা নয়। উনি যা লিখেছেন, যে আতঙ্কে আত্মহত্যা করেছেন, সেটা NRC. NRC যে বিজেপি গোটা দেশে করতে চায়, তা তো হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি না আমরা! অমিত শাহ খোদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন গোটা দেশে NRC হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং যেখানে হুমকি দিয়ে রেখেছেন, তাতে একজন আতঙ্কে মারা গেলে, ২০০২ সালের তালিকা দেখব কেন? ২০০২ সালের তালিকার সঙ্গে NRC-র কি সংযোগ আছে? তাহলে বিজেপি স্বীকার করুক যে হ্যাঁ আছে। তাহলে বকলমে এটাও স্বীকার করতে হবে যে, ২০০২ সালের তালিকার সঙ্গে যদি NRC-র সংযোগ থাকে এবং SIR-এর ক্ষেত্রেও যদি ২০০২ সালের তালিকা নেওয়া হয়ে থাকে, তাহলে ঘুরপথেই NRC হচ্ছে। SIR-ই NRC. বিজেপি দু'পক্ষে খেললে হবে না। SIR কি NRC-র আগের ধাপ? SIR কি ঘুরপথে NRC? উনি NRC-র ভয়ে আত্মহত্যা করেছেন। সেক্ষেত্রে ২০০২-এর তালিকায় নাম দেখে আশ্বস্ত হবেন কেন? এসব ভুলভাল জিনিস তুলে বিজেপি বিষয়টিকে অন্য দিকে ঘোরাতে চাইছে।"
নিহতের পরিবারও NRC আতঙ্কের কথাই জানিয়েছেন। তাঁদের বক্তব্য, "দাদা খালি NRC-র কথা বলত। বলত, ধরে নিয়ে যাবে আমাদের। আগে থেকেই NRC-র কথা বলত। বলত, আমাদের ধরে নিয়ে যাবে। তোদেরও ধরে নিয়ে যাবে দেখবি।" ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর জানান, সুইসাইড নোটে NRC আতঙ্কের উল্লেখ করে গিয়েছেন প্রদীপ। পরিবার ও পরিজনদের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, NRC নিয়ে নানা ধরনের আলোচনা চলছে চারিদিকে। সেই নিয়ে চিন্তিত ছিলেন, অবসাদে ভুগছিলেন প্রদীপ। পরিবারের লোকজনও জানিয়েছেন, SIR-এর ঘোষণা হওয়াতে অস্থির বোধ করছিলেন।






















