Partha Chatterjee: মন্ত্রিত্ব ছাড়ছেন? পার্থ বললেন 'কারণ কী?'
ED Investigation: বুধবার দুপুর ৩টের কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন পার্থ-অর্পিতা। এর আগে ২ ঘণ্টার বেশি সময় ধরে জোকা ইএসআই-তে মেডিক্যাল পরীক্ষা হয় দু’জনের।
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই প্রশ্ন উঠেছে তাঁকে মন্ত্রিত্বের পদ থেকে সরানো হবে কিনা। যদিও সরকারের তরফে এমন কোনও পদক্ষেপ করা হয়নি। দলের তরফেও তাঁকে পদ থেকে সরানো হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কী বললেন পার্থ?
এদিন খোদ পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) প্রশ্ন করা হয় এই নিয়ে। জোকা ইএসআই (Joka ESI) হাসপাতালে ঢোকার আগে পার্থকে প্রশ্ন করা হয় মন্ত্রিত্ব ছাড়ছেন? তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'কারণ কী?' পার্থর উত্তর উস্কে দিয়েছে জল্পনা।
View this post on Instagram
বুধবার দুপুর ৩টের কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন পার্থ-অর্পিতা। এর আগে ২ ঘণ্টার বেশি সময় ধরে জোকা ইএসআই-তে মেডিক্যাল পরীক্ষা হয় দু’জনের। সকাল ১১টা ২০ নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন পার্থ-অর্পিতা। সকালে কড়া নিরাপত্তার মধ্যে দু’জনকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই-তে।
এদিনই টেট নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। দুই দফায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে তল্লাশিতে মিলেছে একটি সিডি, খবর ইডি সূত্রে। ওই সিডি-তে সংশোধিত তালিকার ২৬৯ জনের নাম ও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে ওই সংশোধিত তালিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিজিও কমপ্লেক্সের ৬ নম্বর ঘরে চলছে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুন: 'চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না', বললেন মুখ্যমন্ত্রী