Partha Chatterjee: মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে
মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থকে
কলকাতা: মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। পরিষদীয়, শিল্প-বাণিজ্য-তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব-হারা পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের পর ৩টি দফতর থেকেই সরিয়ে দেওয়া হল ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে। ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ। আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বিকেল ৫টায় অভিষেকের নেতৃত্বে বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।
এর আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইট করেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। যদি আমার এই বক্তব্য ভুল হয়, তাহলে দলের পূর্ণ অধিকার রয়েছে, আমাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে থাকব। ট্যুইটে লেখেন কুণাল ঘোষ। যদিও পরে ট্যুইটটি সরিয়ে নেন কুণাল।
একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতেই মন্ত্রিত্ব গেল! মন্ত্রিত্বের পরে এবার তৃণমূলের মহাসচিব পদ থেকেও সরানো হবে পার্থকে? যতদিন না তদন্ত শেষ হয়, ততদিন পার্থর দফতর থাকবে মুখ্যমন্ত্রীর হাতেই। একথা জানিয়েছেন তিনি নিজেই। একের পর এক তৃণমূল নেতা সরব হওয়ার পরেই অপসারিত হলেন পার্থ। আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত?
বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা। সব মিলিয়ে যার ওজন ৬ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে ১ কেজি ওজনের ৩টি সোনার বাট ও ৬টি সোনার কঙ্কন। যার একেকটির ওজনই ৫০০ গ্রাম। এছাড়াও, প্রচুর সোনার গয়না ও একটি সোনার কলমও অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত হওয়া ২৭ কোটি ৯০ লক্ষ টাকার মধ্যে ২ হাজারের নোটে ৫০ লক্ষ টাকার বাণ্ডিল এবং ৫০০-র নোটে ২০ লক্ষের বাণ্ডিল উদ্ধার হয়েছে। স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার হওয়া টাকা-সোনা।