Partha Chatterjee: এত বাড়ি কার? কে আসতেন? সঙ্গে কারা থাকত? উত্তর খুঁজছে ইডি
Arpita Mukherjee: তদন্তে এখনও পর্যন্ত উঠে এসেছে বেশ কিছু সম্পত্তির খোঁজ, যার মধ্যে রয়েছে একাধিক বাড়িও। তার মালিক কে?
মনোজ বন্দ্যোপাধ্যায়, আবির ইসলাম ও বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম: ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি নগদ। উদ্ধার হয়েছে বহু পরিমাণে বিদেশি মুদ্রা এবং গয়না। উদ্ধার হয়েছে বহু নথিও। তারপরেই ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তদন্তে এখনও পর্যন্ত উঠে এসেছে বেশ কিছু সম্পত্তির খোঁজ, যার মধ্যে রয়েছে একাধিক বাড়িও।
কার বাড়ি?
শান্তিনিকেতনে একাধিক বাড়ির খোঁজ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে বেশ কিছু গেস্ট হাউজ। স্থানীয়দের একাংশের দাবি, ওই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামেই পরিচিত। এলাকাবাসীদের একাংশের দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। ওই বাড়িগুলির মালিক আসলে কে? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় বিশাল জমির ওপর দুটি বাড়ি রয়েছে। ঝাঁ চকচকে বাড়ি, তার সামনে সবুজ ঘাসে মোড়া বাহারি লন। গাছে ঢাকা সামনের এলাকা। এমনই চেহারা দুটি বাড়ির। ইডির নজরে এখন সেদুটিই বাড়ি। ওই বাড়িগুলির মালিক কে? সেটাই এখন খুঁজছে ইডি।
স্থানীয় বাসিন্দাদের দাবি:
ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝেমাঝেই এই বাড়ি দুটিতে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানকার স্থানীয় বাসিন্দা করুণা যাদবের দাবি, 'পার্থ এখানে আসতেন পরিবারকে নিয়ে। দুটো বাড়িই তাঁর।'
আরও বাড়ি:
শুধু গোয়ালপাড়াই নয়, শান্তিনিকেতনের (Shantiniketan) প্রান্তিকের একটি বাড়ি ঘিরেও এখন জোর গুঞ্জন শুরু হয়েছে। সেই বাড়িটির নাম 'অপা'। স্থানীয়দের একাংশের দাবি, এই বাড়িটিতেও নাকি মাঝেমধ্যেই আসতেন শিল্পমন্ত্রী। শান্তিনিকেতনের ফুলডাঙা উত্তরপল্লীর একটি গেস্ট হাউজ নিয়েও উঠছে প্রশ্ন। এখানেও নাকি মাঝেমধ্যেই ছিল প্রভাবশালীদের আনাগোনা। সেখানকার বাসিন্দা প্রদীপ মুর্মু বলেন, 'এখানে মাঝেমাঝেই প্রচুর মন্ত্রীদের গাড়ি আসত। শিক্ষামন্ত্রীও অনেক বার এসেছেন।'
অন্যত্রও তল্লাশি:
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামার বাড়িতেও শুক্রবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার তাঁর স্ত্রী দাবি করেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামী রিনা অধিকারী বলেন, 'স্বামী অসুস্থ, চিকিৎসকের কাছে গিয়েছে। কখন আসবে বলতে পারছি না। ইডি জিজ্ঞাসাবাদ করেছে। দুটি ফোন নিয়ে গিয়েছে।' পিংলাতেই তৈরি হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে একটি স্কুল।
এই নিয়ে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'ওটা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, একদিনে ৪৫ কোটি টাকা দিয়ে জমি কিনেছিল। তারপরও ৫০-৫৫ কোটি টাকি দিয়ে বিল্ডিং করেছে, ১০০ কোটি টাকার বিনিয়োগ আছে।'
আরও পড়ুন: মন্ত্রীর SSKM-এ ভর্তি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি