Paschim Bardhaman: গ্রামের রাস্তায় বেআইনি বালি-ট্রাক্টর! প্রতিবাদ করলেই 'হুমকি'! বিক্ষোভে গ্রামবাসীরা
Illegal Sand Mining:রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর বেলাগাম চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও করেছেন বাসিন্দারা।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বেআইনি ভাবে তোলা হচ্ছে বালি। আর সেই বালিভর্তি ট্রাক্টর রাতের বেলায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। আর তা নিয়ে প্রতিবাদ করলেই এলাকার বাসিন্দাদের- বিশেষ করে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগ। মারধরের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে আন্দোলনে নামলেন বাসিন্দারা। গতকাল রাতে অজয় নদের অজয়ঘাট শিবপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বেশ কয়েরটি ওভারলোড বালি বোঝাই ট্রাক্টর আটকেও দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বাসিন্দারা।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের রাধানগরে উত্তেজনা। কাঁকসার বিদবিহারের কাজলাডিহির পাস হয়ে বয়ে গিয়েছে অজয় নদ। সেই অজয় নদের ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ট্রাক্টরে ভরা হয়। তারপর সেই ট্রাক্টরগুলি রাধানগর গ্রামের রাস্তা হয়েই অজয় ঘাট থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় উঠে। সেই রাস্তা ধরেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বালি পাচার হয় বলে অভিযোগ। পুলিশের চোখে ধুলো দিতে রাতের অন্ধকারে বেড়েছে এই কারবার, এমনটাই অভিযোগ। কয়েকদিন আগেও অজয়পল্লিতে অবৈধ মাটির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। কিছুদিন বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়েছে অবৈধ কারবার। রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর বেলাগাম চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও করেছেন তাঁরা।
রাধানগরের বাসিন্দা স্বপন বাগদির অভিযোগ, 'বুধবার সন্ধ্যায় বেপরোয়া গতিতে একের পর এক ওভারলোড বালি বোঝায় গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। মহিলারা প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে গাড়ির চালকরা। কিছুক্ষণ পরেই এলাকার দুই বালি কারবারি জীবন মণ্ডল ওরফে নাড়ু এবং রঞ্জিত হাড়ি মহিলাদের নির্যাতনের হুমকি দেয়। মারধরের হুমকি দেয়।' গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে। তারই প্রতিবাদে অজয় ঘাট থেকে শিবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানান তিনি।
বাবুলাল বাগদি নামের এক বিক্ষোভকারীর অভিযোগ, 'এইভাবে গ্রামের ভিতর দিয়ে ওভারলোড বালি বোঝায় ট্রাক্টর যাওয়ার ফলে দুর্ঘটনার আতঙ্কে ভুগছি। একাধিকবার প্রতিবাদ করলেও কোনও সুরাহা মেলেনি।' প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি জুটছে বলে অভিযোগ। দ্রুত বালি কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলেও জানান তিনি। প্রায় দুই ঘণ্টা পর রাত বারোটার পর পুলিশের আশ্বাসেই ওঠে অবরোধ।
আরও পড়ুন, আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে