Paschim Bardhaman News: মায়ের ইচ্ছাপূরণ করতে গিয়ে গ্রেফতার 'গুণধর' ছেলে
Asansol: মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে এমন কাণ্ড ঘটাবে, তা স্বপ্নেও ভাবতে পারেনি এলাকার মানুষ। প্রতারণার অভিযোগে আসানসোল থেকে গ্রেফতার 'গুণধর' ছেলে।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে। জনপ্রিয় বলিউড ছবি 'মুন্নাভাই এমবিবিএস'-এ সঞ্জয় দত্তের বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে। বাকি ঘটনা এবং ছবির গল্প তো সুপারহিট। কিন্তু বাস্তবেও যে মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে এমন কাণ্ড ঘটাবে, তা স্বপ্নেও ভাবতে পারেনি এলাকার মানুষ। প্রতারণার অভিযোগে আসানসোল (Asansol) থেকে গ্রেফতার 'গুণধর' ছেলে।
ভুলো রেলকর্মী হয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক-
জানা গিয়েছে, মায়ের ইচ্ছাপূরণ করতে গিয়ে ভুয়ো রেলকর্মী (Rail Worker) হল ছেলে। দিনের পর দিন ধরে রেলকর্মীর পরিচয় দিয়ে চালাচ্ছিল প্রতারণা। কখনও স্টেশন মাস্টার পরিচয়ে তো কখনও টিকিট পরীক্ষকের পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিল ঝাড়খণ্ডের (Jharkhand) ঝরিয়ার এক যুবক। কখনও নিজের পরিচয় দিচ্ছিল তন্ময় কর নামে। কখনও আবার নিজের নাম বলেছে সনাতন হালদার। দিনের পর দিন ভুয়ো রেলকর্মীর পরিচয় দিয়ে প্রতারণা করার পর আসানসোলের আর পি এফের হাতে ধরা পড়ল সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল রেল স্টেশনে। অভিযুক্তের আসল নাম জানার চেষ্টা করছে রেল পুলিশ।
আরও পড়ুন - Paschim Bardhaman News: নদীতে স্নান করতে নেমে মৃত কিশোর, নিখোঁজ ১
মায়ের স্বপ্নপূরণে ভুয়ো রেলকর্মী হল ছেলে-
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক অমিতাভ চট্টোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, অভিযুক্ত ওই যুবক রেলের কেউ নয়। আর পি এফের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়ছে। এই ঘটনায় অবশ্য অভিযুক্ত যুবক তার এই কাজের সাফাই দিয়েছে। তার বক্তব্য, ছোটবেলা থেকে তার মা তাকে সরকারি চাকরি করার কথা বলতেন। কিন্তু সরকারি চাকরি তার পাওয়া হয়নি। মায়ের ইচ্ছাপূরণ করতেই ৬ মাস ধরে সে এই কাজ করে যাচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কত মানুষের সঙ্গে সে প্রতারণা করেছে, কীভাবে মানুষ তার প্রতারণার শিকার হয়েছে, সমস্ত কিছু তদন্ত করছে তারা।