Paschim Medinipur Accident:ছিটকে পড়ল কেক-মোমবাতি, বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে মৃত্যু ২ যুবকের
Birthday Celebration Turned Tragedy:বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মারা গেলেন ২ যুবক। জখম অবস্থায় এক জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ, অন্য জন কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: বন্ধুর জন্মদিন (Birthday Turned Tragedy) উদযাপন করতে গিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মারা গেলেন ২ যুবক Paschim Medinipur Accident Death)। গুরুতর জখম অবস্থায় এক জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ, অন্য জন কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনা-রসকুন্ডু রাজ্য সড়কে, গত কাল রাতে ঘটনাটি ঘটে। তার পর থেকে শোকের ছায়া এলাকায়।
বিশদ...
কর্মসূত্রে বাইরে থাকেন বন্ধু। ভোরের আলো ফুটলে কাজে বেরিয়ে যাবেন। এদিকে, আজ, তাঁর জন্মদিন। সব দিক ভেবে তাই ঠিক হয়েছিল, ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলেই জন্মদিন উদযাপন করা হবে তাঁর। সে জন্য অন্য ৪ বন্ধু মিলে, রাস্তার ধারে, কেক-মোমবাতি সাজিয়ে উদযাপন শুরু করেছেন। সকলে যখন তাতে ব্যস্ত, অভিযোগ, ঠিক তখনই একটি পিক আপ ভ্যানের জোরাল ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলে চার বন্ধুর দু'জনের মৃত্যু হয়, বাকি দুজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতেই ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ। জানা যায়, মৃত দু'জনের নাম শুভ দাস এবং বিক্রম মণ্ডল। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি যুবকের নাম সৌরভ দাস বলে জেনেছে পুলিশ। মিন্টু সরকার নামে চতুর্থ জন ভর্তি রয়েছেন কলকাতার এসএসকেএমে।
প্রাথমিক ভাবে উঠে এসেছে, এই চার জন দেবাশিস মুর্শিদ নামে আর এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ওই আয়োজন করেছিলেন। পাঁচ বন্ধুই আমশোল গ্রামের বাসিন্দা হলেও দেবাশিস কাজের সূত্রে বাইরে থাকেন। আজ, রবিবার সকালে, কাজের জায়গায় ফেরার কথা ছিল দেবাশিসের। তাই রাত ১২ টা বাজার কিছু আগে দেবাশিসের বাড়ির সামনে, রাজ্যসড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিলেন বাকি চার বন্ধু। তাঁর জন্য 'সারপ্রাইজ' আয়োজন করেন বাকি চার জন। তার পর, গ্রামেরই একজনকে দিয়ে বার্থডে বয় দেবাশিসকে ডাকতে পাঠানো হয়। অভিযোগ, দেবাশিসের আসার অপেক্ষায় যখন দাঁড়িয়ে রয়েছেন চার জন, তখনই রসকুন্ডু থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি পিক-আপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাঁদের।
তার পর যা...
চার জনই রাস্তা থেকে ছিটকে পড়েন। ছিটকে যায় বন্ধুর জন্য সাজানো কেক, মোমবাতি। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় গড়বেতা থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়। এভাবে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে দুজনের প্রাণ যাওয়া ও বাকি দুজনের গুরুতর জখম হওয়ার খবরে মুখে রা কাড়ছে না আমশোল গ্রামে। আজ সকালে চন্দ্রকোনা থানার পুলিশ দেহদুটি ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন:প্রত্যাশা জাগিয়েও বাংলায় ধরাশায়ী BJP, মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি? মুখ খুললেন সুকান্ত