রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন শুরু, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আজ রথ, আরও খবর
পশ্চিমবঙ্গ দিবস তরজাআজ রথ আজ ফের বাহিনী-শুনানিআরও খবর
পশ্চিমবঙ্গ দিবস তরজা
একতরফা সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই। পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে, ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল।
আজ রথ
প্রতিবছরের মতো এবারও দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা। পুরীর পাশাপাশি, আমদাবাদেও রথযাত্রা পালিত হচ্ছে। সকাল থেকে রথের রশি টানার জন্য রাস্তায় ভিড়। রথযাত্রা শুরুর আগে মঙ্গলারতিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।
রাষ্ট্রপতির রথের পুজো
দিল্লিতে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের নানা প্রান্তে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।
পুরীতে আজ মহা ধূমধাম
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকতশহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হবে। প্রথমে বেরোবেন সুদর্শন।
দিনহাটায় ফের গুলি
দিনহাটায় ফের শুটআউট। গীতালদহে তৃণমূল প্রার্থী ডলি খাতুনের স্বামীকে লক্ষ্য করে গুলি। গুলি লাগে আজিজুল রহমানের পায়ে। অভিযোগ এলাকারই জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা আবু আল আজাদের অনুগামীদের বিরুদ্ধে।
মনোনয়ন প্রত্যাহারে 'চাপ'
রানিগঞ্জে জোর করে সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জোর করে বাইকে করে তুলে নিয়ে গিয়ে, মনোনয়পত্র প্রত্যাহার করানোর অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আজ ফের বাহিনী-শুনানি
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর হাইকোর্টের নির্দেশ চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশনের করা মামলার আজ ফের শুনানি। কমিশনের জায়গায় রাজ্য় সরকার বাহিনীর ব্য়বস্থা করতে পারে। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন। কড়া মনোভাব প্রকাশ করে মন্তব্য় সুপ্রিম কোর্টের।
দায় ঠেলল কমিশন
কেন্দ্রীয় সরকারের কাছে বাহিনী পাঠাতে বলা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এটা রাজ্য সরকারকে করতে হয়। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত চ্যালেঞ্জ মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য নির্বাচন কমিশনের।
আদালত অবমাননার অভিযোগ
৪৮ ঘণ্টার মধ্যে পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য় বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু এখনও কেন্দ্রীয় বাহিনী না চাওয়ায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
রাজ্য়পালকে নিশানা তৃণমূলের
রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপি সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন। রাজভবনে কন্ট্রোল রুম নিয়ে সিভি আনন্দ বোসকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজভবনের ভূমিকাকে বাংলার মানুষ ভালভাবে নিচ্ছেন, পাল্টা দাবি বিজেপির।