Baisakhi Banerjee: 'লোক পাঠিয়ে ভয় দেখাচ্ছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন'! রত্নার বিরুদ্ধে অভিযোগ বৈশাখীর
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন, রত্না চ্যাটার্জি বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছে, উপযুক্ত জায়গায় অভিযোগ জানাচ্ছি। অন্যদিকে আবার বেহালা পূর্বের রত্না চট্টোপাধ্যায় বলছেন, মিথ্যা অভিযোগ।
আবির দত্ত, কলকাতা: 'বেহালা (Behala) থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) । অশ্লীল ভাষায় আক্রমণ করছেন । বেহালা (Behala) পূর্বের তৃণমূল (TMC) বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন, বৈশাখী বন্দ্য়োপাধ্যায় । উনি তো নিজেই ছোলেধরা, পাল্টা আক্রমণ শানিয়েছেন রত্না ।
কী বলছেন বৈশাখী: বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) বলছেন, রত্না চট্টোপাধ্যায় বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছে, উপযুক্ত জায়গায় অভিযোগ জানাচ্ছি। অন্যদিকে আবার বেহালা পূর্বের রত্না চট্টোপাধ্যায় বলছেন, মিথ্যা অভিযোগ। কেউ ওনাদের কিছু বলেনি । উনি নিজে তো ছেলেধরা । ৪০ গেছে এরপর আরো লোক যাবে ওরা সব আমাদের পার্টির লোক । কোর্ট ভরিয়ে দেব।
অভিযোগ, পাল্টা অভিযোগ। আক্রমণ, পাল্টা আক্রামণ । ব্য়ক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে ফের আক্রমণ শানালেন দুজনেই । শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় সোমবার সাক্ষ্য় দিতে আলিপুর আদালতে গেছিলেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় ।
লোকজন নিয়ে ভয় দেখানোর অভিযোগ: এ দিন ফের একবার রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে লোকজন নিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন বৈশাখী (Baisakhi Banerjee)। পাল্টা বৈশাখীকে ব্য়ক্তিগত আক্রমণ করেন শোভন-পত্নী ও তৃণমূল বিধায়ক রত্না । রত্না চট্টোপাধ্যায় আরও বলছেন, সিঁদুর কেনো পরে বৈশাখী ? ওনার তো ডিভোর্স হয়েছে, শোভনের সন্তান বলে চালাচ্ছেন কেনো ওটা তো বৈশাখী আর মনোজিতের সন্তান। নোংরা মহিলা উনি । ঘোড়ার গাড়ি থেকে নাচ গান সবই তো করছেন, কেউ ভালো বলেনা ওনাকে ।
শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) কথায়, সবাই কে চিনি, এটা খুব দুর্ভাগ্য যে এই দিন দেখতে হচ্ছে। 46 বছরে এতো বার কোর্টে এসেছি এমন দেখিনি। রত্নার আবার অভিযোগ, ওনারা অভিযোগ জানাবেন বলছেন তো আমিও অভিযোগ জানাব যে সরকারি নিরাপত্তা পাওয়া সত্ত্বেও ভাড়া করে বাউন্সার আনা হয়েছে আমাকে টার্গেট করে। ২০১৭ সালের ১১ নভেম্বর বিবাদ বিচ্ছেদের মামলা করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) । উল্লেখ্য ৫ বছরের বেশি সময় ধরে সেই মামলা চলছে । সোমবার মামলার পরবর্তী শুনানি ।