(Source: ECI/ABP News/ABP Majha)
Mahatma Gandhi: কে আগে শ্রদ্ধা জানাবে জাতির জনককে? গাঁধীজির প্রয়াণ দিবসে এই নিয়েই তুঙ্গে তৃণমূল- সিপিএম তরজা
মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস পালনেও লাগল রাজনীতির রং। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, দেশের স্বাধীনতা লাভের মুহূর্তে মহাত্মা গাঁধী ছিলেন কলকাতায়। সেই বাড়ি আজ গাঁধী ভবন নামে পরিচিত।
অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, কলকাতা: জাতির জনককে (Mahatma Gandhi) কে আগে শ্রদ্ধা জানাবে? গাঁধীজির (Mahatma Gandhi) প্রয়াণ দিবসে এই নিয়েই তুঙ্গে উঠল তৃণমূল (TMC)- সিপিএম (CPM)-এর তরজা। পুলিশকে ফোন করে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতাকে। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (bjp)।
মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস পালনেও লাগল রাজনীতির রং। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, দেশের স্বাধীনতা লাভের মুহূর্তে মহাত্মা গাঁধী ছিলেন কলকাতায়। সেই বাড়ি আজ গাঁধী ভবন নামে পরিচিত। বেলেঘাটার সেই বাড়িতেই গাঁধীজির প্রয়াণ দিবস পালন নিয়ে তুঙ্গে উঠল তৃণমূল-সিপিএমের তরজা। পুলিশকে ফোন করে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা গেল স্থানীয় তৃণমূল নেতাকে।
তৃণমূলের দাবি, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তাঁদের কর্মসূচি পালনের কথা ছিল।১২টা থেকে সময় দেওয়া হয়েছিল সিপিএমকে। এদিন, তৃণমূল নেতারা গাঁধী ভবনে যাওয়ার আগেই, সীতারাম ইয়েচুরি, বিমান বসুরা সেখানে পৌঁছে যান। অভিযোগ, তাঁদের ঢুকতে বাধা দেন তৃণমূল কর্মীরা।
বেশ কিছুক্ষণ পর সিপিএম নেতারা ভিতরে ঢুকে গাঁধীজির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। আর তারপরই পুলিশকে ফোন করে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা অলক দাস। সম্প্রতি নেতাজির জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানানো নিয়ে দিনভর কার্যত প্রতিযোগিতা চলেছিল তৃণমূল-বিজেপির মধ্য়ে। এবার গাঁধীজির প্রয়াণ দিবসেও তাঁকে শ্রদ্ধা জানানো নিয়ে তৈরি হল রাজনৈতিক টানাপোড়েন।
নামকরণ নিয়ে শুরু তরজা: সম্প্রতি নৈহাটিতে (Naihati) সদ্য উদ্বোধন হওয়া হকার্স মার্কেটের নামকরণ নিয়ে শুরু হল রাজনীতি। সম্প্রতি সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়ক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল বসুর নামে হকার্স মার্কেটের উদ্বোধন করে তৃণমূল পরিচালিত পুরসভা। পঞ্চায়েত ভোটের আগে একে সস্তার রাজনীতি বলছে সিপিএম। অন্যদিকে, সিপিএম-তৃণমূল সেটিংয়ের অভিযোগ করেছে বিজেপি (BJP)। তৃণমূল যদিও একে গুরুত্ব দিতে নারাজ।
তৃণমূল (TMC) পরিচালিত উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার উদ্যোগে সম্প্রতি গড়ে উঠেছে এই হকার্স মার্কেট। পুর কর্তৃপক্ষের দাবি, স্টেশন লাগোয়া অরবিন্দ রোডকে হকার্স মুক্ত করে যান চলাচলের উপযুক্ত করে তুলতেই এই প্রয়াস নেওয়া হয়েছে। ইতিমধ্যে অরবিন্দ রোডে থাকা ১৬৭ জন হকারকে পুনর্বাসনও দেওয়া হয়েছে এই মার্কেটে।কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এর নামকরণ নিয়ে। নৈহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক গোপাল বসুর নামে এই হকার্স মার্কেটের নামকরণ করেছে তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়কের পরিবারের সদস্যরা। কিন্তু এই প্রেক্ষাপটে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের আগে সস্তার রাজনীতি করার অভিযোগ তুলেছে সিপিএম।