Petrol-Diesel Price: আজ কলকাতায় পেট্রোল-ডিজেল সস্তা হল কি ? জানুন জ্বালানির দর
সোমবার সকালে ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ল কি ? আজ কলকাতায় জ্বালানির দাম কী ? জানুন বিস্তারিত।
সোমবার সকালে ফের পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel Price) বাড়ল কি ? রবিবারের ছুটি কাটিয়ে ঢুলু ঢুলু চোখে আজ আবার পেট্রোল পাম্পে লাইন গাড়ি নিয়ে অফিস যাত্রীদের। সোমবারও অপরিবর্তিত রয়েছে কলকাতা-সহ সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম। মাসের শেষে হাফ ছেড়ে বাঁচল শহরবাসী। উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষা করে। তারপর থেকে একমাসেরও উর্ধ্বে পেট্রোল ও ডিজেলের দাম অব্যহত রয়েছে। এদিন কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
আরও পড়ুন
‘ নো মাস্ক, নো এন্ট্রি ’ করোনা বাড়তেই নিয়ম জারি হয়ে গেল কলকাতার এই মার্কেটে
এদিন সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation) জানিয়েছে যে,কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।এদিন দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৯.২৭ টাকা এবং ৯৫.৮৪ টাকা। এদিন চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
মূলত জ্বালানীর দামের সঙ্গে সারাদেশের একাধিক দ্রব্যের দর জুড়ে থাকে। প্রসঙ্গত, গত বছর কালীপুজোর আগে অবধিও পেট্রোল-ডিজেলের দাম গ্রাফে তির্যক উঠছিল। একে কোভিড পরিস্থিতির মাঝে ধীরে ধীরে সারাদেশ স্বাভাবিক হচ্ছিল। আর যার জেরে পরিবহণে বড়সড় প্রভাব পড়েছিল। কোভিড পরস্থিতির মাঝে এমনিতেই বহু মানুষ অফিস যাওয়ার জন্য নতুন বাইক কিনে ফেলে। এদিকে অনেকে আবার কাজ হারিয়ে নতুন কাজের আশায় বাইরে বেরোয়। এমন এক পরিস্থিতি বাসের ভাড়া বাড়বে বাড়বে বলে যখন, বাস সংগঠনগুলির মধ্যে চাপান উতোর চলছে, তখনই নভেম্বরে আশার আলো দেখায় মোদী সরকার।
ক্ষণিকের স্বস্তি পেলেও বাইশের ইউক্রেন-রাশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতি ঘটায় জ্বালানির দামে বিস্ফোরণ। তারপর থেকে দেশের সবাই ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণার জন্যই অপেক্ষা করেছে। সবারই এক আশা ছিল, ৫ রাজ্যের বিধানসভা ভোটের আগে মোদী সরকার পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel Price) দাম কমাবে। তবে সে আশায় জল ঢালেনি গেরুয়া শিবির। যদিও ভোটের ফলাফলের পর যে ফের জ্বালানীর দাম চড়বে, এ ভবিষ্যতবাণী আগেই করে রেখেছিল ফিরহাদ-কুণালরা। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই ভবিষ্যতবাণীর পর ফের বুক ধুকপুক সবার, ফের দাম বাড়ল কি আজ, না বাড়েনি। এক গাল চওড়া হাসি শহরবাসীর, ধরা পড়ল ভিউফাউন্ডারে।